সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৭ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আজ ব্রাজিলের সামনে প্যারাগুয়ে ক্রীড়া ডেস্ক আজ প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মখোমুখি হবে ব্রাজিল। আর এই ম্যাচ সামনে রেখে পোর্তো অ্যালেগ্রেতে অনুশীলন করেছে সেলেসাওরা। কোপা আমেরিকায় যে আটবার চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা। এর মধ্যে চারবারই আয়োজক ছিল তারা। এবারো আয়োজক হিসেবে সমর্থকদের হতাশ করতে চায় না তারা। কার্ডের কারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ব্রাজিলের মিডফিডার ক্যাসেমিরো। তার পরিবর্তে ম্যানচেস্টার সিটি তারকা ফারনানদিনহোর থাকাটা নিশ্চিত করেছেন কোচ তিতে। ব্রাজিলের মতো স্বস্তিতে থেকে শীর্ষ আটে পা রাখতে পারেনি আর্জেন্টিনা। কোনো রকমে শীর্ষ আট নিশ্চিত হয়েছে আলবিসেলেস্তেদের। শেষ দুটি কোপা আমেরিকার ফাইনালে হারের ক্ষত নিয়ে এবার অংশ নিয়েছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। রিও ডি জেনেইরোতে ভেনেজুয়েলার বিপক্ষে গ্রম্নপ পর্বের মতো আর ভুল করতে চায় না মেসিরা। অনুশীলনে সবাই নিজেদের ভুল শুধরে নিতে আপ্রাণ চেষ্টা করেছেন। আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচে সবাই সেরাটা দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ। এবার নারীদের লিগেও বার্সা-রিয়াল লড়াই ক্রীড়া ডেস্ক বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদসহ রিয়াল মাদ্রিদের অনেক প্রতিদ্বন্দ্বী ক্লাবেরই আছে নারী দল। বেশ কয়েক মৌসুম ধরেই নারী দল গঠনের ঘোষণা দেয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেটা হয়ে উঠছিল না রিয়ালের। অবশেষে ঘোষণা এলো, আগামী বছর থেকেই নারীদের লিগে অংশ নেবে রিয়ালের প্রমীলা দল। ছেলেদের লিগের পাশাপাশি এবার নারীদের লিগেও দেখা যাবে বার্সা-রিয়াল লড়াই। দেপোর্তিভো টাকোন নামের একটি ক্লাবকে কিনে নিয়েছে রিয়াল। ২০১৪ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হওয়া ক্লাবটি এই মৌসুমেই নারী লা লিগার প্রথম বিভাগে উঠে এসেছে। টাকোনের মূল দলে আছেন ২০ জন নারী ফুটবলার। এ ছাড়া তাদের ছয়টি যুব দলে সবমিলিয়ে আছে ১০৩ জন ফুটবলার। ক্লাবটিকে ৫ লাখ ইউরোতে কিনে নিচ্ছে রিয়াল। ২০২০ সালের ১ জুলাই থেকে ক্লাবটি আনুষ্ঠানিক ভাবে রিয়ালের হয়ে যাবে। সেই মৌসুম থেকেই মেয়েদের লা লিগায় খেলবে রিয়ালের নারী দল। ক্লাবের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে নারী দল গঠনের খবরটি, 'রিয়ালের পরিচালনা পরিষদ এক বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে, দেপোর্তিভো টাকোনকে কিনে নেয়া হবে।' বিসিবির সমালোচনাতেই সাকিবের এই পারফরম্যান্স! ক্রীড়া ডেস্ক ইংল্যান্ড বিশ্বকাপে সাকিব আল হাসানের আগুনে ফর্মের রহস্য কী? কেউ বলছেন ফিটনেসে রাতারাতি পাল্টে যাওয়া। কারও মত আইপিএলে ম্যাচ খেলতে না পারার জিদ। সানরাইজার্স হায়দরাবাদে নিয়মিত ম্যাচ খেলতে না পারার জিদকে কাজে লাগিয়েছেন অনুশীলনে। ছোটবেলার কোচ সালাহউদ্দীনকে সঙ্গে নিয়ে সেরেছেন বিশ্বকাপের প্রস্তুতি। তবে জহির খানের ধারণা আবার অন্য। ভারতের সাবেক পেসার মনে করেন, সাকিবের ভেতরে জিদের জন্ম দিয়েছে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সমালোচনাই ভেতরে ভেতরে তাতিয়ে রেখেছিল বিশ্বসেরা অলরাউন্ডারকে! বিশ্বকাপের আগে ক্রিকেটারদের নিয়ে একটি অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছিল বিসিবি। আইপিএলে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় সাকিবকে দেশে ফিরে অনুশীলনে অংশ নেয়ার চিঠি দিয়েছিল বোর্ড। শুরুতে সম্মতি জানালেও শেষ পর্যন্ত আইপিএলেই থেকেছেন সাকিব। পরে দেশে ফিরে দলের সকলের সঙ্গে অফিসিয়াল জার্সি পরে ছবি না তোলায় বিতর্ক হয়েছে আরেক চোট। ছবি তুলতে না আসায় ইঙ্গিতে সাকিবের সমালোচনা করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। সেই সমালোচনাই সাকিবকে বিশেষ কিছু করে দেখানোর জন্য উজ্জীবিত করেছে বলে মনে করেন জহির। বিশ্বকাপ কেন্দ্রিক এক অনুষ্ঠানে সাকিবের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছেন, 'এটা হতেই পারে। বাড়তি দায়িত্ব নিয়ে নিজেকে প্রমাণ করতে চাইলে সামর্থ্যেরও বেশিকিছু দিতে হবে।' 'বিশেষ কিছু করতে হলে আপনার উদ্দীপনা-অনুপ্রেরণা লাগবে। আর সেটা সমালোচনা থেকেও আসতে পারে। অতীতে আমরা এমন খেলোয়াড় দেখেছি যারা সমালোচনাকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছে। সেটাকে শক্তিতে রূপান্তর করে অনুশীলন, পরিকল্পনা আর পারফরম্যান্সকে উজ্জ্বল করেছে।' আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে ছয় ইনিংসে ৪৭৬ রান করেছেন সাকিব। নামের পাশে আছে ১০টি উইকেটও। চীনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইতালি ক্রীড়া ডেস্ক চীনকে ২-০ গোলে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালি। আরেক ম্যাচে, জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ে শেষ আট নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। ফ্রান্সের মঁপেলিয়েতে শুরুতেই ভালেন্তিনা জাচিন্তির গোলে লিড নেয় ইতালি। গোলশোধে মরিয়া চীন আক্রমণের ধার বাড়ায়। বল দখলে আধিপত্য থাকলেও ফিনিশিং দুর্বলতায় গোলের দেখা পায়নি চীন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন আউরোরা গালিস্ন। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও স্কোরলাইনে পরিবর্তন আসেনি। আরেক ম্যাচে, জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে নেদারল্যান্ডস। জোড়া গোল করেন লিকে মার্টেন্স। সেমিতে ওঠার লড়াইয়ে ২৯ জুন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইতালি।