ভারতের দুর্বলতা খুঁজছেন দুই ভারতীয়

প্রকাশ | ২৭ জুন ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
টানা খেলার ধকল সামলাতে সাকিব-মাশরাফিরা দিন পাঁচেকের ছুটি পেয়েছেন। বিরাট কোহলির ভারতের বিপক্ষে মহারণে নামার আগে শারীরিক আর মানসিকভাবে ফুরফুরে যে থাকা চাই। কিন্তু এই সময়ে সবচেয়ে ব্যস্ততা কোচিং স্টাফ আর কম্পিউটার অ্যানালিস্টের। রণকৌশল সাজাতে হবে। পরিকল্পনা ঠিক হলেই ছুটি শেষে ফিরে তা বাস্তবায়নে ঝাঁপাবেন মুশফিক-মুস্তাফিজরা। আর এই জায়গায় বাংলাদেশের ভরসা হয়ে কাজ করছেন দুই ভারতীয়। তারা হলেন স্পিন বোলিং কোচ সুনীল যোশি ও কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। বিশেষ করে বাংলাদেশ দলের ভারতীয় কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন ক্রিকেটারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। তার গবেষণা থেকে বেরিয়ে আসা ফর্দ মেনে এগোলে বরাবরই মিলেছে সাফল্য। ভার্চুয়াল গবেষণাগার থেকে প্রতিপক্ষের শক্তি, দুর্বলতার সূক্ষ্ণ তথ্যও বের করে আনেন তিনি। নিজেদের ভুলত্রম্নটি কিংবা আরও ভালো করার শানিত উপায়ও বাতলে দেন এই প্রযুক্তি বিশারদ। আইপিএলে কাজ করার সুবাদে অনেক ভারতীয় ক্রিকেটারেরও ঘনিষ্ঠ শ্রীনি। ভারত ম্যাচের আগে তাই বাংলাদেশ দলের প্রাণভোমরা এখন তিনি। এজবাস্টনে ভারতকে হারানো ভীষণ কঠিন। কিন্তু সেমিফাইনালে যেতে হলে যে করেই হোক, এই ম্যাচটি জেতা চাই বাংলাদেশের। শ্রীনিও নিরাশ করছেন না। কোনো একটা উপায় নিশ্চয়ই আছে। সেই উপায় বের করতে আপাতত কম্পিউটার স্ক্রিনে গভীর মনোনিবেশ তার। শ্রীনির মতো অতটা নয়। তবে ভারত ম্যাচে কাজে লাগতে পারেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ সুনীল যোশিও। যোশীর সাদামাটা ক্যারিয়ারের বিচারে বাংলাদেশ দলের দায়িত্বটা তার বড়। কিন্তু যেহেতু তিনি ভারতীয়, তাই যুজবেন্দ্র চাহাল-কুলদীপ যাদবদের স্পিন রহস্যের অনেক কারিকুরি তার জানা অস্বাভাবিক নয়। বিরাট কোহলি, লোকেশ রাহুল, রোহিত শর্মারা ঠিক কোন বল দিলে একটু হলেও বিপাকে পড়েন, সে সব জানাও তার পক্ষে খুবই সম্ভব। আফগানিস্তানকে হারিয়ে আসার পর ভারতের এসব দুর্বলতা খুঁজতেই নিজের ব্যস্ততার কথা জানালেন যোশি, 'সব দলের শক্তি আর দুর্বলতার জায়গা আছে। ভারতেরও আছে। যে কোনো ব্যাটসম্যানকে আউট করে ফেরাতে কিন্তু একটা ভালো বলই যথেষ্ট। ভারতকে কিন্তু গত কয়েকমাসে বড় বড় ম্যাচে তিনবার হারানোর খুব কাছে চলে গিয়েছিলাম আমরা। কে জানে এবার সেই ধাপই হয়তো পেরুনোর পালা বাংলাদেশের। কারণ বিশ্বকাপে বাংলাদেশ খুব ভালো পারফর্ম করছে। এখন পর্যন্ত এই আসরে একটি দল হয়ে খেলছে মাশরাফি বাহিনী।' স্পিন ভালো খেলে বলে ভারতের সুনাম রয়েছে যথেষ্ট। বিশেষ করে কোহলি, রোহিত, ধোনিরা খুব ঠান্ডা মাথায় স্পিন বলের মোকাবিলা করে থাকেন। তাই বলে বাংলাদেশ দল স্পিন খেলতে পারে না এটাও ঠিক নয়। স্পিনের বিপক্ষে বাংলাদেশও যে পিছিয়ে নয় তা জানিয়ে দিলেন যোশি, 'সবারই ধারণা ভারতীয় ব্যাটসম্যানরা স্পিন খেলতে পারে খুব ভালো। বাংলাদেশ দলের ব্যাটসম্যানরাও কিন্তু স্পিন যথেষ্ট ভালো খেলে থাকে। আফগানিস্তানের বিপক্ষে ওদের তিন স্পিনারকে বাংলাদেশ দলের ব্যাটসম্যান খুব ভালোভাবে ভালো সামলেছে। এখন এই ধারাবাহিকতাই ভারতের বিপক্ষে ম্যাচে অবশ্যই ধরে রাখতে হবে।' আফগানিস্তানের তিন স্পিনারের বিপক্ষে ভারতের ব্যাটসম্যানদেরকে অনেক সংগ্রাম করেই রান সংগ্রহ করতে হয়েছে। সেদিন পুরো ৫০ ওভারে আফগানদের বিপক্ষে কোহলির দলের সংগ্রহ ছিল ২২৪ রান। আর সেখানে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের সংগ্রহ ছিল ২৬২ রান। এমনকি সেদিন মুজিব-রশিদ-নবিদের বিপক্ষে দারুণ সাবলীল ভঙ্গিতে ব্যাটিং করেছেন সাকিব-মুশফিকরা। আফগান স্পিনারদের বিপক্ষে ধোনি-রোহিতরা যতটা না ভালো খেলেছেন তার চেয়ে ভালো খেলেছেন বাংলাদেশের ব্যাটসম্যান। এই কথাটি ভালোভাবে মনে করিয়ে দিলেন বাংলাদেশের ভারতীয় স্পিন বোলিং কোচ যোশি, 'আফগান স্পিনারদের যেভাবে সামলানো গেছে ভারতীয় স্পিনার কুলদ্বীপ যাদব-যুজবেন্দ্র চাহালকেও ভালোভাবে মোকাবিলা করার সক্ষমতা আছে বাংলাদেশি ব্যাটসম্যানদের। শুধু ম্যাচের টেম্পারমেন্ট ধরে রেখে ভালো খেলতে হবে। তাহলেই ম্যাচে আসবে ভালো ফল।'