স্পটলাইটে দুই অধিনায়ক

প্রকাশ | ০৫ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মাশরাফি বিন মর্তুজা ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নেমে যতটা রাঙানোর স্বপ্ন ছিল, ভাগ্য আর ছোটখাটো কিছু ভুলে তা পারেননি। এক ম্যাচ বাফক থাকতেই দল টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। দলনেতা হিসেবে সফল ছিলেন না ব্যর্থ ছিলেন তা নিয়ে তর্ক আছে, তবে নিজের বোলিং নিয়ে খুব খারাপ সময় কেটেছে এটা বলাই যায়। তবে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। তার নেতৃত্বেই ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনাল খেলে টাইগাররা। সরফরাজ আহমেদ পাকিস্তান দলের কান্ডারি সরফরাজ আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কম জল ঘোলা হয়নি। বিদেশ বিভুঁইয়ে গোলস্নায় যাক নিজ দেশেই বেশি সমালোচিত তিনি। তবুও এ মানুষটার ওপর ভরসা করে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নেমেছিল পাকিস্তান। প্রথম দিকের ধাক্কা সামলে টুর্নামেন্টের মাঝপথে ঘুরেও দাঁড়ায় তার দল। তবে শেষমেশ ভাগ্যের কাছে হার মেনে শেষ ম্যাচের আগে নির্মম বাস্তবতার মুখোমুখি তারা। অসম্ভব সমীকরণ ঝেড়ে ফেলে জয় দিয়েই হয়তো মিশন শেষ করতে চাইবে তারা।