পাকিস্তানের সেমিতে যাওয়ার দুরূহ সমীকরণ

প্রকাশ | ০৫ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যেকার বুধবারের ম্যাচে যদি নিউজিল্যান্ড জিততো, তাহলে সেমিফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই মসৃণ হয়ে যেত পাকিস্তানের। সে ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশের বিপক্ষে জিতলেই শেষ চারের দরজা খুলে যেত তাদের। কিন্তু ইংল্যান্ড জিতে যাওয়ায় তাদের বিপদ আরও বেড়েছে। খাতা-কলমে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সুযোগ এখনো রয়েছে। কারণ বাংলাদেশের বিপক্ষে জিতে কোনোভাবে নিউজিল্যান্ডের নেট রানরেটকে (বর্তমানে ০.১৭৫) টপকে যায় পাকিস্তান (বর্তমানে-০.৭৯২) তাহলে সেমিফাইনালে যেতে পারে তারা। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? খাতা-কলমে সবই সম্ভব। কিন্তু বাস্তবে কতটা হবে তা নিয়ে শঙ্কা। দেখে নিন বাংলাদেশের বিপক্ষে কীভাবে জিতলে পাকিস্তানের সেমিফাইনালের দরজা খুলবে.. * ম্যাচে প্রথমে ব্যাট করতে হবে পাকিস্তানকে। রান তাড়া করার কোনো সুযোগই নেই পাকিস্তানের। * প্রথমে ব্যাট করে অন্তত ৩৫০ রান তুলতে হবে তাদের এবং সে ক্ষেত্রে বাংলাদেশকে অলআউট করে দিতে হবে মাত্র ৩৯ রানে। * যদি প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪০০ রান তোলে তাহলে বাংলাদেশকে হারাতে হবে ৩১৬ রানে। অর্থাৎ তখন বাংলাদেশকে শেষ করতে হবে ৮৪ রানের মধ্যে। * আর যদি কোনোভাবে সাড়ে চারশো রান তোলে পাকিস্তান, তাহলে বাংলাদেশকে হারাতে হবে ৩২১ রানে। অর্থাৎ তখন বাংলাদেশকে অলআউট করতে হবে ১২৯ রানের মধ্যে। আট ম্যাচে সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া, সমানসংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। নয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে স্বাগতিক ইংল্যান্ড। ইংলিশদের সমান ম্যাচ খেলে চারে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১১। আট ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পাঁচে পাকিস্তান। প্রথম চারদলের বাইরে একমাত্র দল তারাই, যারা এখনো সেমিতে যাওয়ার আশা করছে।