সেয়ানে সেয়ানে লড়াই

প্রকাশ | ০৯ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ভারত নিউজিল্যান্ড রোহিত শর্মা এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক। পাঁচটি সেঞ্চুরিতে ৮ ম্যাচে করেছেন ৬৪৭ রান। ব্যাট হাতে দারুণ সফল আর দুটি ম্যাচে ধারাবাহিক থাকতে পারলে ভারতের শিরোপা ঠেকায় কে! প্রতিপক্ষের বোলারদেরকে অনায়াসে নাস্তানাবুদ করার ক্ষমতা থাকার জেরে ক্রিকেট ভক্তরা আগেই রোহিত শর্মার নাম দিয়েছিল 'হিটম্যান'। তবে এবার পালকে যুক্ত হয়েছে আরেকটি নাম রেকর্ড শর্মা। ব্যাটের স্পর্শে প্রতিনিয়ত একের পর এক রেকর্ড ভাঙাগড়ার খেলায় মেতে উঠেছেন রোহিত। রস টেলর নিউজিল্যান্ডের হয়ে এই বিশ্বকাপে অধিনায়ক কেন উইলিয়ামসন ছাড়া রান পেয়েছেন একমাত্র রস টেলর। যতক্ষণ ২২ গজের বৃত্তে থাকেন ঠান্ডা মাথায় প্রতিপক্ষের বোলারদের ঘাম ছুটিয়ে ছাড়েন। ভারতের বিপক্ষেও ব্যাট হাতে বেশ সফল এ অভিজ্ঞ খেলোয়াড়। আরেকটা ফাইনালের স্বপ্ন পূরণ করতে দলের হয়ে তার অবদান খুবই প্রয়োজন আজ কিউইদের। প্রিয় প্রতিপক্ষকে সামনে পেয়ে তিনি কি করেন তা দেখার অপেক্ষায় ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারি ভরা দর্শক। জাসপ্রিত বুমরাহ গ্রম্নপ পর্বের ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে বোলারদের তালিকায় তৃতীয় অবস্থানে আছেন। তবে উইকেট থেকেও বেশি কার্যকরী বুমরাহর আগুনে বোলিং। বর্তমান বিশ্বে ডেথ ওভারের বোলিংয়ে তাকেই রাজা মানা হয়। তার বোলিং গড় ১৯.৫২। ইকোনমি ৪.৪৮। ওভারের পর ওভার দারুণ লাইন ও লেন্থ বজায় রেখে বল করতে পারেন তিনি। নির্ভুল ইয়র্কার দেয়ার অসামান্য দক্ষতা আছে। এখন আইসিসি ওডিআই বোলিংর্ যাংকিংয়ে একনম্বরে তিনি। ট্রেন্ট বোল্ট আট ম্যাচে ১৫ উইকেট পেয়েছেন এবার বোল্ট। ২০১৫ বিশ্বকাপের মতো এবারও তিনি নিঃসন্দেহে দলের সেরা বোলার। দানবীয় গতি আর বোলিং বিচিত্রতায় যেকোনো ব্যাটসম্যানকে পরাস্ত করার ক্ষমতা রাখেন বোল্ট। আসরে শুরুর দিকে তেমন ঝলক দেখাতে না পারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাট্রিক করেছেন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ৩৩ রানে চার উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে জিততে সাহায্য করেছিলেন তিনি। হার্দিক পান্ডিয়া বর্তমান বিশ্বে মারকুটে অলরাউন্ডারের তালিকা করতে বসলে প্রথম দিকেই নাম থাকবে হার্দিক পান্ডিয়ার। দলের প্রয়োজনীয় মুহূর্তে যেমন ব্যাট হাতে ঝড় তুলতে পারেন, তেমনি বল হাতে বিরাট কোহলির আস্থার নাম পান্ডিয়া। এ বিশ্বকাপেও শুরু থেকেই দারুণ ছন্দে আছেন তিনি। তার আত্মবিশ্বাসী চেহারায় ভড়কে যেতে পারে প্রতিপক্ষ শিবির। ভারতের শিরোপা এনে দিতে এবার দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তিনিও। দেখা যাক, হার্দিক পান্ডিয়া আজ কি করেন। জিমি নিশাম নিউজিল্যান্ড দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার জিমি নিশাম। ব্যাট হাতে খুনে, বল হাতে কার্যকর। এমন একজন অলরাউন্ডার, যিনি ঠিক রাখেন দলের ভারসাম্য। নিজের দিনে গড়ে দিতে পারেন পার্থক্য। ওয়ানডেতে তার স্ট্রাইক রেট ১০৫.০৭, সবশেষ ৫ ইনিংসে যেটি দুইশর কাছে। উইলিয়ামসনদের সঙ্গে ব্যাটিংয়ে পরীক্ষিত নিশাম। এ ছাড়া দলের প্রয়োজনে বল হাতেও ধসিয়ে দিতে পারেন যেকোনো দলের ব্যাটিং লাইন-আপ।