বিশ্বকাপ থেকে ছিটকে অ্যাশেজে চোখ খাজার

প্রকাশ | ০৯ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
শন মার্শের পর বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন উসমান খাজাও। সাউথ আফ্রিকার বিপক্ষে গ্রম্নপ পর্বের শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। স্ক্যানিংয়ের পর জাননো হয়, ইংল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না তার। বিশ্বকাপ শেষ হয়ে গেছে খাজার। খাজার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। খাজাকে তিন থেকে চার সপ্তাহ মাঠে বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। বদলি হিসেবে দলে ডাকা হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে। খাজার ইনজুরি নিয়ে অজি কোচ ল্যাঙ্গার বলেন, 'খাজার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে। তাকে সম্ভবত তিন থেকে চার সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে। তাতে বিশ্বকাপের বাকী ম্যাচগুলো খেলা হচ্ছে না। শন মার্শের মতোই তার জন্য দুঃখ হচ্ছে। সেও বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে পারছে না।' ওয়েড বর্তমানে অস্ট্রেলিয়া 'এ' দলের হয়ে ইংল্যান্ড সফরেই আছেন। আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন তিনি। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এখন অ্যাশেজকে পাখির চোখ করছেন খাজা। আগামী ১ আগস্ট থেকে শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পুরনো যুদ্ধ।