অধিনায়কত্ব ছাড়তে নারাজ সরফরাজ

প্রকাশ | ০৯ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের এবারের বিশ্বকাপ মিশনটা মোটা দাগে মোটামুটি টাইপই হয়েছে বলা যায়। প্রথম পাঁচ ম্যাচে ১ জয় থাকলেও, শেষ চার ম্যাচের সবকটিতে জিতে একরকম সম্মানজনক অবস্থায়ই বিশ্বকাপ শেষ করে সরফরাজ বাহিনী। টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে ব্যর্থ পাকিস্তান দল সোমবার নিজ দেশে ফেরে। দেশে পৌঁছাতেই পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের কাছে গণমাধ্যমের প্রশ্ন দলের ব্যর্থতার পরও কি অধিনায়কত্বে থাকবেন তিনি? গণমাধ্যমের প্রশ্নের উত্তরে সরফরাজ সরাসরিই জানিয়ে দিলেন অধিনায়কত্বে তার আগ্রহের কথা, 'পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করবে পরবর্তী অধিনায়ক কে হবেন। তবে ব্যক্তিগতভাবে আমি বলব, আমি দলের ক্রিকেটারদের এখন বেশ ভালো করে চিনি। এদের মধ্যে বেশিরভাগই তরুণ। যদি বিশ্বকাপে আমাদের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি তবে এই দলকে আমি অন্য পর্যায়ে নিয়ে যেতে পারব।' সরফরাজ আরও বলেন, 'সামনের বছরই অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমার চোখ এখন সেদিকেই। আমাকে যদি সুযোগ দেয়া হয় তবে একটা দল হিসেবে আমাদের অনেক উন্নতি হবে।' বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে সরফরাজকে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, 'আমি আমাদের পারফরম্যান্সে সন্তুষ্ট এবং আমাদের সেমিফাইনালে যাওয়া উচিত ছিল। কিন্তু পুরো টুর্নামেন্ট আর ইংল্যান্ডের কঠিন কন্ডিশনের কারণে আমরা যা করেছি তাই সম্মানজনক।'