আরিফের জোড়া গোলে জিতল আরামবাগ

প্রকাশ | ০৯ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আবারও আরামবাগ ক্রীড়া সংঘের কাছে হেরেছে নবাগত নোফেল স্পোর্টিং ক্লাব। এবারের হারটি তাদের হোম ভেনু্য নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে। সোমবার লিগের দ্বিতীয় দেখাতে আরামবাগ ২-১ গোলে হারিয়েছে নোফেল স্পোর্টিংকে। এর আগে প্রথম লেগেও আরামবাগের কাছে হার মেনেছিল নবাগতরা। এই জয়ে ১৯ ম্যাচে ২৬ পয়েন্ট পেয়েছে আরামবাগ। তবে তিন পয়েন্ট যোগ হলেও আগের ৫ম স্থানেই থাকতে হচ্ছে তাদের। ১৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে নবাগত নোফেল স্পোর্টিং। গত দুই ম্যাচ ধরে জয় খড়ায় ভুগছে আরামবাগ। অন্যদিকে গত দুই ম্যাচে বড় জয় পেয়েছে নোফেল স্পোর্টিং। হোম ম্যাচে আরামবাগকে হারাতে পারলে প্রথম পর্বে হেরে যাবার প্রতিশোধটা নিতে পারত তারা। কারণ সেবার আরামবাগের হোম ভেনু্য ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে ১-০ গোলে হেরে গিয়েছিল দক্ষিণ অঞ্চলের ক্লাবটি। কিন্তু সেটি তো হলোই না। উল্টো পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হয়েছে। ম্যাচ শুরুর মাত্র ৭ মিনিটের মাথায় গোল করে লিড নেয় আরামবাগ ক্রীড়া সংঘ। ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিলের পাসে বল পেয়ে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার আরিফুর রহমান (১-০)। ৬৯ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে মিডফিল্ডার জাহিদ হোসেন বাড়িয়ে দেন সতীর্থের উদ্দেশে। নোফেলের বক্সে শুয়ে পড়ে বাঁ পায়ের দারুণ শটে বল জালে পাঠিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন আরিফ (২-০)। ৮৪ মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক পায় নোফেল স্পোর্টিং। জমির উদ্দিনের ফ্রি কিক আরামবাগের মানব দেয়াল টপকে ছোট বক্সে পড়লে জটলা থেকে হেডে গোল করে ব্যবধান কিছুটা কমান গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা (২-১)। তবে নিজেদের ভেনু্যতে এই একটি গোল শেষ পর্যন্ত সান্ত্বনার গোল হয়েই থেকেছে নবাগত ক্লাবটির জন্য। কারণ শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি তাদের। ২-১ গোলে আরামবাগ জিতে যাওয়াতে আর প্রতিশোধ নেয় হলো না নোফেলের। মঙ্গলবার শেষ হয়েছে লিগের ২০তম রাউন্ড। প্রিমিয়ার লিগে আজ কোনো ম্যাচ নেই। একদিন বিরতি শেষে আগামীকাল (১০ জুলাই) চট্টগ্রাম আবাহনী বনাম সাইফ স্পোর্টিংয়ের ম্যাচ দিয়ে শুরু হবে লিগের ২১তম রাউন্ড। বিকাল ৪টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। একই দিনে একই ভেনু্যতে সন্ধ্যা ৭টায় লিগের বর্তমান রানার্স আপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব।