সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১০ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মামলার জালে চার পাক ক্রিকেটার ক্রীড়া ডেস্ক চলতি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন এক নাইট পার্টিতে গিয়েছিলেন পাকিস্তানের চার ক্রিকেটার। শুধু তাই নয়, সেখানে হুঁকো টেনেছিলেন তারা। এজন্য তাদের বিরুদ্ধে সিন্ধ হাইকোর্টে অভিযোগ দায়ের করে মামলা করেছেন দেশটির আইনজীবী অবদুল জলিল মারওয়াত। তার দাবি, হুঁকো টানার কারণেই মাঠে খারাপ পারফরম্যান্স করেছে পাকিস্তান। নাইট পার্টি হুঁকো টেনেছিলেন শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, ইমাম-উল হক ও অধিনায়ক সরফরাজ আহমেদ। এজন্য তাদের বিরুদ্ধে মামলা করেছেন অবদুল জলিল মারওয়াত। অভিযোগপত্রে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, ইমাম-উল হক ও অধিনায়ক সরফরাজ আহমেদ ছাড়াও অন্তর্ভুক্ত করা হয়েছে শোয়েব মালিকের স্ত্রী তথা ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার নাম। সে সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আইসিসি ও আটিএফরে বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। এরআগে গত ১৫ জুন পত্রে বলা হয়েছে, 'এই গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ শোয়েব মালিক করেন শূন্য রান, ইমাম-উল হক করেন ৭ রান এবং ওয়াহাব রিয়াজ মাত্র একটি উইকেট সংগ্রহ করেন।' ওল্ড ট্র্যাফার্ডে পাকিস্তানকে ৮৯ রানে হারায় ভারত। সেই হারের পরে কয়েকজন পাকিস্তান ক্রিকেটারের নিজেদের পরিবারের সঙ্গে একটি ক্যাফেতে সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। প্রতিবেশি দেশটির বিপক্ষে হারের পর পাকিস্তান অবশ্য দুর্দান্তাবে ঘুরে দাঁড়িয়েছিল। টানা তিন ম্যাচে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে হারায় সরফরাজের দল। তবে নিউজিল্যান্ডের সমান ১১ পয়েন্ট হলেও দলটি পেছনে ছিল নেট রানরেটে। যে কারণে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় মিকি আর্থারের শিষ্যরা। যুবরাজই হতেন ভারতের অধিনায়ক ক্রীড়া ডেস্ক কয়েক দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার যুবরাজ সিং। শুধু বিশ্বকাপই জেতেননি, ২০১১ বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে যুবরাজ জিতে নেন ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও। তবে যুবরাজের ক্যারিয়ার আরেকটু রঙিন না হওয়ার পেছনে সবসময়ই ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দায়ী করেন তার বাবা যোগরাজ সিং। কিছুদিন আগেও যুবরাজ সম্পর্কে ধোনিকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন যোগরাজ। এবার আবারও সমালোচনায় মাতলেন তিনি। ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, 'ধোনি নয় ওই সময় (২০০৭ সালে) তার সিনিয়র যুবরাজেরই অধিনায়ক হওয়া উচিত ছিল।' ভারতের হয়ে সম্ভাব্য সব শিরোপাই জয় করেছেন ধোনি, তবুও যোগরাজের দাবি অধিনায়ক হওয়ার জন্য যুবরাজই ছিলেন সঠিক ব্যক্তি। বিসিসিআইয়ের দিকে আঙ্গুল তুলে তিনি বলেন, 'অধিনায়ক হওয়ার জন্য সে সময় যুবরাজই সঠিক ছিলো; কিন্তু আপনি তার চেয়ে দেরিতে দলে আসা একজনের কাছে দায়িত্বটা তুলে দিয়েছেন।' এবারের বিশ্বকাপের দলেও আছেন ধোনি। যদিও এবার আর অধিনায়কের দায়িত্ব তার কাঁধে নেই। তবে যুবরাজের বাবা জানিয়েছেন, ভারতীয় দলের সব ক্রিকেটারই তার কাছে সন্তানের মতো। তিনি বিশ্বাস করেন এবারের বিশ্বকাপের শিরোপা জিতবে ভারতই, 'ভারতের সব ক্রিকেটাররাই আমার কাছে সন্তানের মতো। আপনি জীবনের সব ক্ষেত্রেই ভালো ও খারাপ মানুষের দেখা পাবেন। আমি আশা করি আমরাই এবারের বিশ্বকাপের শিরোপা জয় করব।' অস্ট্রেলিয়ার সেরা একাদশে সাকিব ক্রীড়া ডেস্ক বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (এইউ)। সেই দলে অনুমান মতোই রয়েছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। তবে এইউর দলে নেই ভারত অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশ থেকে আছেন শুধু সাকিব। ভারত থেকে রয়েছেন দু'জন। রোহিত শর্মা ও জসপ্রিত বুমরাহ। পাকিস্তান থেকেও আছেন দুজন, বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। নিউজিল্যান্ডের আছেন দুজন, উইলিয়ামসন ও ফার্গুসন। এই দলের নেতৃত্বে রাখা হয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। দলের উইকেটকিপার অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার এই দলে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই। একমাত্র সাকিব আল হাসান বল ঘোরাতে পারেন। তিনি অবশ্য অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া দল সাজিয়েছে এইভাবে : ওপেনার : রোহিত শর্মা (ভারত) ও ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) তিন: বাবর আজম (পাকিস্তান) চার: কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) পাঁচ: সাকিব আল হাসান (বাংলাদেশ) ছয়: বেন স্টোকস (ইংল্যান্ড) সাত: অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার, অস্ট্রেলিয়া) আট: মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) নয়: লকি ফার্গুসন (নিউজিল্যান্ড) দশ: জাসপ্রিত বুমরাহ (ভারত) এগারো: শাহিন আফ্রিদি (পাকিস্তান)। ভারতের আপত্তিতে বন্ধ আকাশপথ ক্রীড়া ডেস্ক চলতি বিশ্বকাপে প্রথমপর্ব শেষ হয়েছে ৬ জুলাই। মঙ্গলবার থেকে শুরু হয়েছে টুর্নামেন্টের নকআউট পর্ব। প্রথম সেমিফাইনালে মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ভারত। আর এই ম্যাচের জন্য ম্যাচের ভেনু্য ওল্ড ট্রাফোর্ডের আকাশপথ বন্ধ রাখা হয়। নিরাপত্তার জন্যই ভারত-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালে আকাশপথ বন্ধ রাখা হয় বলে জানায় ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম 'এনডিটিভি'। প্রথমপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের খেলা চলাকালনি সময়ে একটি ব্যক্তিগত বিমান থেকে 'কাশ্মিরের জন্য ন্যায় চাই' লেখা একটি ব্যানার ছড়িয়ে দেয়া হয় আকাশে। পাকিস্তানের একটি ম্যাচের সময় তাদের একটি অঙ্গরাজ্য বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে একটি পস্ন্যাকার্ড ছাড়া হয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) চিঠি দেয় বিসিসিআই। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সেমিফাইনালের জন্য ম্যানচেস্টারের আকাশ পথ বন্ধের সিদ্ধান্ত নেয় ইসিবি। বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে জানায়, 'আমরা নিরাপত্তা বেষ্টনী ভাঙা এবং ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। ইসিবি বিসিসিআই সিইও রাহুল জহুরিকে জানিয়েছে, ওল্ড ট্রাফোর্ডের আকাশ পথ আজকের জন্য 'নো ফ্লাই জোন' করে দেয়া হয়েছে।'