ফের সাইফের পয়েন্টে চট্টলার ভাগ

প্রকাশ | ১১ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
অজি দল নিয়ে খালি পায়ে মাঠে চক্কর দিচ্ছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার -ওয়েবসাইট
ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আবারও ড্র করে মাঠ ছেড়েছে সাইফ স্পোর্টিং ও চট্টগ্রাম আবাহনী। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই দুই দল ১-১ গোলে ড্র করে। এই ড্রতে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পূর্বের ৪র্থ স্থানেই থাকলো সাইফ স্পোর্টিং। ২০ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর ২৩ পয়েন্ট। তারা আছে ষষ্ঠ স্থানে। প্রথম লেগেও এই দুই দলের ম্যাচটি শেষ হয়েছিল অমীমাংসিতভাবেই। ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়া চট্টগ্রাম আবাহনী। শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলো না। দুর্ভাগ্যই বটে। প্রথম লেগে সাইফ- চট্টলা লড়াইটা শেষ হয়েছিল গোলশূন্য ড্র'তে (০-০)। দ্বিতীয় দেখাতেও সেই ড্র'ই। তবে এবার দু'দলই করেছে একটি করে গোল। ম্যাচের ৪ মিনিটে ফরোয়ার্ড সোহেল মিয়ার গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে দ্রম্নত গতিতে ছুটে যেতে থাকেন সোহেল। তার পেছনে সাইফের দুই ডিফেন্ডার দৌড়ে গিয়েও নাগাল পাননি। পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই বক্সে ঢুকে বা পায়ের দারুণ শটে বল জালে পাঠান স্থানীয় এই ফরোয়ার্ড (১-০)। তবে ২৫ মিনিটে ম্যাচে সমতা আসে। মো. ইমরান হাসান রিমন এর পাস থেকে জটলায় বল পেয়ে লক্ষ্যভেদ করেন সাইফের কলোম্বিয়ান মিডফিল্ডার ডেইনার এন্ড্রেস কর্ডোভা (১-১)। তবে সুযোগ সৃষ্টি করেও প্রথমার্ধে আর কোনো গোল করে ব্যবধানটা বাড়িয়ে নিতে পারেনি দু'দলের কেউই। যে কারণে সমতাতে থেকেই বিশ্রামে গেছে তারা। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও গোল পায়নি সাইফ ও চট্টগ্রাম আবাহনী। তাই গোল করলেও জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি। প্রথম পর্বের মতো পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে এই দুই দলকে। আজ প্রিমিয়ার লিগে মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ নোফেল স্পোর্টিং ক্লাব। একই সময়ে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে টিম বিজেএমসি বনাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যাচটিও হবে বিকাল ৪টাতেই। সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধুতে লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী খেলবে শেখ রাসেলের বিপক্ষে। যে কারণে মাত্র দু'দিনেই লিগের ২১তম রাউন্ডটি শেষ হচ্ছে।