ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় জিমিরা

প্রকাশ | ১১ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক আগামী ১৫-২১ জুলাই থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনডোর এশিয়া কাপ হকি। যেখানে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল। বুধবার জাতীয় ইনডোর দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে হকি ফেডারেশন। টুর্নামেন্টে দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে ফরহাদ আহমেদ শিতুলকে। টুর্নামেন্টে আগে নিজেদের মানিয়ে নিয়ে ম্যাচ বাই ম্যাচ এগুতে চায় বলে জানিয়েছে বাংলাদেশ দল। এবারের আসরে বাংলাদেশ দল খেলছে পুল 'এ'তে। ১৫ জুলাই মালয়েশিয়া, ১৬ জুলাই ইরান, ১৭ জুলাই ফিলিপাইন, ১৮ জুলাই থাইল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজরা। বুধবার চূড়ান্ত দল ঘোষণা এবং বাংলাদেশ দলের লক্ষ্য জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হকি ফেডারেশন। ব্যক্তিগত কারণে জাতীয় দলের প্রধান কোচ হামিদ রেজা উপস্থিত ছিলেন না। তবে কোচ জাহিদ হোসেন রাজু ও বাংলাদেশ দলের অধিনায়ক ফরহাদ আহমেদ শিতুল জানান, ভিন্ন ফরম্যাটের খেলা বলেই আগে নিজেদের মানিয়ে নিতে চান তারা, এরপর খেলতে চান ম্যাচ বাই ম্যাচ, থাইল্যান্ড থেকে ফিরতে চান ভালো ফল নিয়ে। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন আশরাফুল ইসলাম। সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ দলকে শুভকামনা জানান। শুধু ইনডোর নয়, ফিল্ড হকিতেও আন্তর্জাতিক অঙ্গনে উন্নতি আশা করেন তিনি। সংবাদ সম্মেলনের আগে জাতীয় দলের জার্সি উন্মোচন করেন ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি। বাংলাদেশ দল : অসীম গোপ (জিকে), আবু সাঈদ নিপ্পন (জিকে), ইমরান হাসান পিন্টু, রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিতুল, ফজলে হোসেন রাব্বি, সরোয়ার হোসেন, মঈনুল ইসলাম কৌশিক, মিলন হোসেন, রোম্মান সরকার এবং মো. শাহবাজ আলী। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে সোহানুর রহমান সবুজ, নাঈম উদ্দিন এবং বিপস্নব কুজুরকে।