অ্যালেক্স ক্যারি ম্যাচ উইনার

প্রকাশ | ১১ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক উসমান খাজার চোটের পর ম্যাথু ওয়েডের ঢোকার ঘটনায় সেমিফাইনালের আগে অদ্ভুত সংকটে পড়েছে অস্ট্রেলিয়া। কম্বিনেশনের সংকট। খাজার জায়গায় ম্যাথু ওয়েডকে খেলালে বাদ যেতে হবে উইকেটকিপার অ্যালেক্স ক্যারিকে। কিন্তু তরুণ অজি কিপারকে বসানোর কোনো যুক্তি নেই। শেষ তিন ম্যাচে তার রান- ৮৫, ৭১ ও ৩৮ নটআউট। করেছেন মোট ৩২৯ রান, ব্যাটিং গড় ৬৫.৮। সোজা কথায়, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চরা যে ইনিংস শুরু করছেন, তা শেষ করে আসার দায়িত্বে ক্যারি। এতেই শেষ নয়, বিশ্বকাপে এক অনন্য রেকর্ডের সামনে ক্যারি। এখন পর্যন্ত তার শিকার ১৯। আর তিনটি শিকার হলে এক বিশ্বকাপে সর্বাধিক শিকার হয়ে যাবে। এই রেকর্ড এখনো পর্যন্ত আছে ক্যারিরই পূর্বসুরি অ্যাডাম গিলক্রিস্টের। ২০০৩ বিশ্বকাপে গিলির শিকার ছিল ১৯।