আবারও বিশ্বকাপে খেলছে বাংলাদেশ!

প্রকাশ | ১১ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ইংল্যান্ডে অনুষ্ঠেয় ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়া বাংলাদেশের সংসদ সদস্যের দল -ওয়েবসাইট
ক্রীড়া প্রতিবেদক বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মাশরাফিরা। এর রেশ কাটতে না কাটতে আরেকটি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ! প্রথম দিনেই তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এরপর দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন তারা। শুনে চমকে যাওয়ারই কথা, এটা আবার কোন বিশ্বকাপ? তবে এই টুর্নামেন্টে মাঠে নামছেন না সাকিব-মাশরাফিরা। মাঠে নামছেন বাংলাদেশের আইনপ্রণেতাদের একটি দল। লন্ডনে ৮টি দেশের সংসদ সদস্যরা ব্যাট-বলের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন। যাকে বলা হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপ। টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট ক্যাপ্টেন নাঈমুর রহমান দুর্জয়। স্বাগতিক ইংল্যান্ডসহ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে মোট আটটি দেশ। বাকি দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। তিন দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ জুলাই। আর এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো দুই গ্রম্নপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রম্নপ 'এ' তে প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। আর বাংলাদেশ খেলবে 'বি' গ্রম্নপে। সেখনে প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর পাকিস্তানের সংসদীয় ক্রিকেট দল। ৬ ওভারের অভিনব টুর্নামেন্টের ধারণাটি এসেছে ব্রিটেনের সংসদ সদস্য ক্রিস হিটন-হ্যারিসের মাথা থেকে। গত শীত মৌসুমে অস্ট্রেলীয় সংসদ সদস্যদের সঙ্গে একটি ম্যাচ খেলার সময়ই এই টুর্নামেন্টর চিন্তা করেন হিটন-হ্যারিস। হিটন-হ্যারিস এই বিষয় সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, 'দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর উদ্দেশ্যেই এই টুর্নামেন্ট। মানুষকে আয়েশ করার সুযোগ দেওয়ার দারুণ একটি উপায় হলো ক্রিকেট। কারণ এটি দেখতে দেখতে কয়েক ঘণ্টা একসঙ্গে সময় কাটানো যায়। ক্রিকেটের সুবাদে মানুষ একে অন্যের কাছাকাছি আসতে পারে, এতে করে একজনের প্রতি অপরজনের ভালোবাসা বাড়ে, সম্পর্কের উন্নতি হয়। প্রথাগত উপায়ে সম্পর্ক উন্নতি করার চেয়ে এটি অনেক ভালো পদ্ধতি।' মূলপর্ব বুধবার থেকে শুরু হলেও ওয়ার্মআপ ম্যাচ শুরু হয়ে গেছে মঙ্গলবার থেকেই। বাংলাদেশ ওয়ার্মআপ ম্যাচ খেলেছে আফগানিস্তানের সঙ্গে। বুধবার স্থানীয় সময় দুপুর দুইটায় বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে। ভেনু্য লন্ডনের চিসউইক বার্লিংটন লেন। বৃহস্পতিবার বাংলাদেশ পরের দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সংসদীয় ক্রিকেট দলের লড়াই। অন্যদিকে দুপুর আড়াইটায় মাঠে গড়াবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ম্যাচ। আর ১২ জুলাই হবে টুর্নামেন্টর ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনাল হবে কেন্টের বেকেনহাম ক্রিকেট ক্লাব মাঠে। আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়া বিভিন্ন দেশের সংসদ সদস্যরা এরপর ১৪ জুলাই থেরেসা মের সঙ্গে বসে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করারও সুযোগ পাবেন। বাংলাদেশের সংসদীয় দলের হয়ে খেলবেন যারা : মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি (পররাষ্ট্র প্রতিমন্ত্রী), মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি (ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী), নাজমুল হাসান পাপন এমপি (বিসিবি সভাপতি), আব্দুলস্নাহ আল ইসলাম জ্যাকব এমপি (চেয়ারম্যান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), এএম নাঈমুর রহমান দুর্জয় এমপি (মানিকগঞ্জ-১), নাহিম রাজ্জাক এমপি (শরীয়তপুর-৩), জুয়েল আরেঙ এমপি (ময়মনসিংহ-১), মোহাম্মদ আনোয়ারুল আজিম (আনার) এমপি (ঝিনাইদহ-৪), জুনায়েদ আহমেদ পলক এমপি (তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী), শেখ তন্ময় এমপি (বাগেরহাট-২), ছোট মনির এমপি (টাঙাইল-২), আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপি (ময়মনসিংহ-৯), নুরুন্নবী চৌধুরী এমপি (ভোলা-৩), মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি (ফরিদপুর-৪), আহসান আদেলুর রহমান আদিল এমপি (নীলফামারী-৪), মোহাম্মদ সানোয়ার হোসেন এমপি (টাঙ্গাইল-৫), মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল এমপি (নাটোর-২), ফাহিম গুলন্দাজ বাবেল এমপি (ময়মনসিংহ-১০), মোহাম্মদ আয়েন উদ্দিন এমপি (রাজশাহী-৩) এবং ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি (গাইবান্ধা-১)।