মাশরাফির বিশ্রামের কথাও উঠেছিল!

প্রকাশ | ১২ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
মাশরাফি বিন মর্তুজা
চোটগ্রস্ত শরীর নিয়েই খেলে চলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। কিন্তু ক্যারিয়ারের অন্তিম লগ্নে নতুন করে যোগ হওয়া চোট কাবু করে ফেলেছিল বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। বিশ্বকাপের সময় তাই একাদশ থেকে অধিনায়কের বিশ্রামের কথাও উঠেছিল বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপাতি নাজমুল হাসান। এমনকি মাশরাফি নিজেও নাকি এমন কথা ভেবেছিলেন বলে জানান তিনি। বুধবার লন্ডনে চেসউইক ক্রিকেট গ্রাউন্ডে সাংসদীয় ক্রিকেট টুর্নামেন্টের খেলা দেখতে এসে বোর্ড প্রধান জানান বিশ্বকাপে চোট নিয়ে কতটা নাজুক অবস্থায় ছিলেন বাংলাদেশ অধিনায়ক। একটা পর্যায়ে তাই অধিনায়কের বিশ্রামের কথা উঠলেও লড়াকু মনের বলেই শেষ পর্যন্ত হাল ছাড়তে রাজি হননি মাশরাফি। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া মাশরাফির ভালো করা নিয়ে তাই আগে থেকেই শঙ্কা ছিল বিসিবি সভপাতির, 'বিশ্বকাপে সে ভালো করতে পারেনি। কারণ আমরা কিন্তু আগেই জানতাম সে ভালো করতে না পারারই কথা। এই ধরনের কন্ডিশনে, পিচে সে ভালো করবে এটা আমরা আশাও করিনি। সে চোট পেয়েছে। আয়ারল্যান্ডে ফাইনাল ম্যাচ থেকে সে গ্রেড টু টিয়ার নিয়ে খেলছে।' এমন চোট থাকায় অধিনায়ক দিতে পারছিলেন না নিজের সেরাটা। সে কারণেই এক পর্যায়ে তার বিশ্রামের কথা টিম ম্যানেজমেন্টের ভেতরেই না কি উঠেছিল, 'কিন্তু ও লড়াকু। দু-একবার কথা হয়েছিল যে ও বসে (একাদশ থেকে) পড়বে। ও নিজেও ঠিক করেছিল। তারপরে ওর মনে হয়েছে, 'আমি সারাজীবন দেশের জন্য লড়াই করলাম এখন শেষ দুই ম্যাচে বসে পড়ব? আমি তো ইনজুরি নিয়েই খেলি।' কাজেই এটা তো মানুষ অনেকে অনেক রকম ভাবে। এই ধরনের মানসিকতা সব ক্রিকেটারের থাকা দরকার।' তবে খেলোয়াড় মাশরাফি থেকে এবার বিশ্বকাপে সেরা পারফরম্যান্স না এলেও অধিনায়ক মাশরাফি যে কতটা আবার মূল্যবান মনে করিয়ে দিলেন বোর্ড প্রধান, 'মাশরাফি খেলোয়াড় (কেবল) হিসেবে তো আসে না। কিন্তু যদি অধিনায়ক বলেন তাহলে ওর মতো অধিনায়ক আমরা কোথাও পাব না। আমি সবসময় বলি দুটো খেলোয়াড়ের বিকল্প আমাদের নাই। খেলোয়াড় হিসেবে সাকিব। আর অধিনায়ক হিসেবে মাশরাফি। এই দুজন ছাড়া সবারই বিকল্প আছে। অন্যদের বিকল্প পাব। কিন্তু এই দুজনের বদলি পাব কি না আমারও সন্দেহ আছে।' আন্তর্জাতিক ক্রিকেটের একদম অন্তিমে থাকা ওয়ানডে অধিনায়ক মাশরাফিকে দেশের মাঠে থেকেই বিদায় জানানোর কথা বলেছেন বিসিবি প্রধান নাজমুল। বিশ্বকাপে ভালো না করলেও অধিনায়কের বিদায় সুন্দরভাবে আয়োজন করার কথা জানিয়েছেন তিনি। এবার বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে খেলেছেন মাশরাফি, চোটে ভুগে নিজের সেরাটাও দিতে পারেননি। ৮ ম্যাচে ৩৭৬ রান দিয়ে পেয়েছেন কেবল ১ উইকেট। বিশ্বকাপে দল ব্যর্থ হওয়ায় মাশরাফির অবসর নিয়েও শুরু হয়েছে নতুন করে আলোচনা। বাংলাদেশ ও পাকিস্তানের সাংসদ দলের খেলা দেখার ফাঁকে বোর্ড প্রধান ইঙ্গিত দেন মাশরাফির অবসর হবে দেশের মাঠে, 'আমরা যত সুন্দরভাবে করা যায় (মাশরাফির বিদায়) সেটা করব। দেশের মাটিতে করাটাই উচিত হবে। তার সঙ্গে শেষ যেদিন কথা হয়েছে আমরা এটাই বলেছি। আমরা ভালোভাবে দেশেই (বিদায়ী ম্যাচ) করতে চাই।' এবার বিশ্বকাপে ভালো না গেলেও অধিনায়ক মাশরাফি এখনো কোনো বিকল্প দেখেন না বলে জানান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। চলতি মাসের শেষ দিকে শ্রীলংকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। এই বছর দেশের মাঠে নেই আর কোনো ওয়ানডে। মাশরাফির বিদায়ী সিরিজ তাহলে কবে ও কীভাবে আয়োজন করা হবে তা স্পষ্ট করেননি বিসিবি প্রধান।