ফাইনাল নিয়ে তাদের মন্তব্য

তীর্থভূমি লর্ডসে আজ স্বাগতিক ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের শিরোপা নির্ধারণি ম্যাচটি ঘিরে মন্তব্য করেছেন দল দুইটির সংশ্লিষ্টরা

প্রকাশ | ১৪ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
'দুই দলকেই করণীয় কাজগুলো সঠিকভাবে করতে হবে। ইংলিশরা মাঠে তাদের করনীয় কাজগুলো ঠিক মতো করে দেখিয়েই বিশ্ব ক্রিকেটের বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমার ধারণা তারা ফেবারিট হয়েই ফাইনালের মাঠে নামবে।' 'চার বছর আগে বিশ্বকাপ শেষে ইংল্যান্ডের অবস্থা ভালো ছিল না। আমরা ২০১৯ বিশ্বকাপ জেতার জন্য পরিকল্পনা করেছিলাম। এখন ভালো লাগছে যে, আমরা সেই পরিকল্পনা সার্থক করার আর একধাপ দূরে দাঁড়িয়ে আছি।' 'এটা খুব কঠিন। এসবের (সমালোচনা থেকে) দূরে থাকতে মানুষজনের লেখা পড়া ও তাদের কথা শোনা বাদ দিতে হবে। কিন্তু এরপরও এই পরিস্থিতি থেকে দূরে থাকা কঠিন। লোকজন বলছে, তারা আমাকে নিয়ে হতাশ। কিন্তু কেউ আমার চেয়ে বেশি হতাশ নয়।' তার আশা সব হতাশা দূর হয়ে যাবে বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে।' 'প্রথমদিন থেকেই দেখেছি আমার ওপর ভরসা রাখে মরগান, স্বাভাবিকভাবেই প্রতিদিন ফর্মে থাকতে পারি না। কিন্তু ভালো না খেললেও ও বিশ্বাস করে আমি ভালো করব। এত ভালো অধিনায়ক আমি কোনোদিন পাইনি। আমার খেলার ধরন ওর জানা। আমি কি করতে পারি ও খুব ভালো বোঝে। তাই ও যদি কিছু করতে বলে, আমি সেটাই করি। ফাইনাল জিতিয়ে অধিনায়কের দায় শোধ করতে চাই।'