সাকিব-লিটনের বিকল্প খুঁজছে বিসিবি

প্রকাশ | ১৪ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
টাইগারদের কোচ হিসেবে ভালোই ছিলেন হাথুরুসিংহে। গত বছর হঠাৎ করেই শ্রীলংকা দলের দায়িত্ব নেন তিনি। কিন্তু লংকায় গিয়ে শান্তিতে নেই। চাকরি যায়যায় অবস্থা। বাংলাদেশের কোচ নিয়োগের প্রক্রিয়ায় হাথুরুর তাই সুযোগ এসেছে পুনরায় টাইগারদের কোচ হওয়ার -ফাইল ফটো
মাহমুদউলস্নাহ রিয়াদ ইনজুরিতে, সাকিব আল হাসান হজ্ব করতে যাবেন, লিটন কুমার দাস বিয়ে নিয়ে ব্যস্ত। শ্রীলংকা সফরে তিন ক্রিকেটারের অনুপস্থিতিতে চিন্তিত নয় বিসিবি। ইতোমধ্যেই সাকিব-লিটনের বিকল্প খুঁজে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারপরও মাহমুদউলস্নাহর ইনজুরি, তামিমের ফর্মহীনতায় একেবারেই নির্ভার থাকতে পারছে না টিম ম্যানেজমেন্ট। কাঁধের চোট নিয়েই খেলেছেন বিশ্বকাপের কয়েকটি ম্যাচ। তার ওপর পায়ের পেছনের মাংসপেশিতে চোট পাওয়ায় এজবাস্টনে খেলতে পারেননি ভারতের বিপক্ষে ম্যাচটা। পুরোপুরি ফিট না হয়েও পাকিস্তানের বিপক্ষে খেলায় চোট আরও বেড়েছে। লন্ডন থেকে দেশে ফেরার দিনও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে। বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউলস্নাহ রিয়াদের কথা। বিসিবি সূত্রে জানা গেছে, তিন সপ্তাহের আগে মাঠে ফেরা হবে না মাহমুদউলস্নাহর। এর মাঝে চিকিৎসা, বিশ্রাম, পুনর্বাসন-প্রক্রিয়া এবং স্কিল ট্রেনিং করেই কাটবে রিয়াদের দিন। আগামী ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ। এ সিরিজে বাংলাদেশ দলের এ মিডল অর্ডারের খেলা তাই কঠিনই। মাহমুদউলস্নাহর বিকল্পও তাই ভাবতে হচ্ছে নির্বাচকদের। নির্বাচক হাবিবুল বাশারের মতে, 'এটা নির্ভর করছে চিকিৎসক ও মাহমুদউলস্নাহর ওপর। আমরা এখনো অপেক্ষা করছি। এই সিরিজে নতুন করে শুরু করার দরকার। আশা করছি যে সবাইকে ফিট পাব এবং সেরা দল নিয়েই সেখানে যেতে পারব।' এরই মধ্যে জানা গেছে, বিয়ের তারিখ ঠিক হওয়ায় শ্রীলংকা সফরে যাওয়া হচ্ছে না লিটন দাসের। বিশ্বকাপের সেরা পারফর্মার সাকিবও গেছেন লম্বা ছুটিতে। তবে সাকিব, মাহমুদউলস্নাহ, লিটনকে না পাওয়া গেলেও শক্তিশালী দল নিয়েই শ্রীলংকায় যাওয়ার ব্যাপারে আশাবাদী সুমন। এ সফরে শেষ পর্যন্ত সাকিব-লিটনকে পাওয়া না গেলে, তাদের বিকল্পও হিসেবে কে কে খেলবেন তাও ঠিক করে ফেলেছে বিসিবি। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, শ্রীলংকার সঙ্গে এবারের সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। তবে এ সিরিজে সাকিব-লিটন যেহেতু খেলতে পারবে না, তাই তাদের কথা মাথায় রেখেই দল সাজানো হয়েছে। আর বাকিদের সঙ্গে মাশরাফি তো থাকছেই। একজন সাকিবের বিকল্প ম্যানেজ করা খুবই কঠিন। কারণ সাকিব না থাকার অর্থ হচ্ছে একজন বোলার বা ব্যাটসম্যান কম নিয়ে খেলা। তবুও জানা গেছে, শ্রীলংকা সফরের জন্য নাজমুল ইসলাম অপু এবং তাইজুল ইসলামকে ভাবা হচ্ছে সাকিবের সম্ভাব্য বিকল্প হিসেবে। তবে দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে নাজমুলের চেয়ে এগিয়ে আছেন তাইজুলই। যদিও বর্তমানে ভারত সফরে রয়েছেন বাঁহাতি এই টেস্ট স্পিনার। আর লিটনের বিকল্প হিসেবে ইমরুল কায়েস অথবা এনামুল হক বিজয়কে ভাবছে নির্বাচকরা। তাইজুলের মতো এ দু'জনও খেলার মধ্যেই আছেন। আফগানিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের হয়ে প্রথম চারদিনের ম্যাচে সেঞ্চুরিও পেয়েছেন এনামুল। স্পিনের বিপক্ষেও ভালো করছেন ডানহাতি এই ব্যাটসম্যান। যা লঙ্কান স্পিনারদের বিপক্ষে কাজে দিবে বলে মনে করছেন নান্নু-সুমনরা। আগামী ২৩ জুলাই শ্রীলংকার উদ্দেশ্যে বিমান ধরবে টাইগাররা। স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। আর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।