সেরার দৌড়ে এগিয়ে সাকিব

প্রকাশ | ১৪ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের কাছে হেরে বিদায় নিতে হয় লিগ পর্ব থেকেই। তবে লড়াই থামেনি সাকিব আল হাসানের। সেমিফাইনাল বা ফাইনালে না খেলেও টিকে আছেন প্রতিদ্বন্দ্বিতায়। টুর্নামেন্ট সেরার দৌড়ে অনেক এগিয়ে এখন সাকিব। এক বিশ্বকাপ যেন দু'হাত ভরে দিয়েছে সাকিবকে। প্রত্যেকটা ম্যাচে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আট ম্যাচে সাতটা পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এক বিশ্বকাপে সর্বোচ্চ। গ্রম্নপ লিগে ৬০৬ রান করে পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে। ছাড় দেননি কুমার সাঙ্গাকারাকেও। বিশ্বকাপের ১২ অর্ধশতকে ভাগ বসিয়েছেন শ্রীলংকান গ্রেটের রেকর্ডে। তিন ম্যাচ জিতেছে বাংলাদেশ। ওই তিনটাতেই ম্যাচ সেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতে। ব্যাট হাতে দু্যতি ছড়িয়েছেন সুপার সাকিব। বল হাতেও জন্ম দিয়েছেন রেকর্ডের। বিশ্বকাপের এক আসরে ছয়শর বেশি রান, আর ১১টা উইকেট যে নেই আর কোনো অলরাউন্ডারের। এমন অর্জনই বলছে, প্রতিযোগিতায় না থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন সাকিব আল হাসান। পারফরমেন্স বিচারে তার ধারেকাছে নেই আর কেউ। ৬৪৮ রান নিয়ে ভারতের রোহিত শর্মা আর ৬৪৭ রান নিয়ে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার কিছুটা লড়াই জমিয়ে তোলার আভাস দেন। তবে শেষ চার থেকে ভারত-অস্ট্রেলিয়ার বিদায়ে টুর্নামেন্ট সেরার দৌড়ে অনেক এগিয়ে এখন সাকিব। পেছনে রয়েছেন কেবল নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে সাকিবকে ধরতে অসাধ্যকে সাধন করতে হবে কিউই কাপ্তানকে। অবিশ্বাস্য ধারাবাহিক পারফরম্যান্সের পরও সাকিবের টুর্র্নামেন্ট সেরা না হওয়ার পিছনে অনেকেই কারণ হিসেবে দেখছিলেন তার দলের হতশ্রী ফলাফলকে। কিন্তু সাকিব যে ম্যান অব দ্য টুর্নামেন্ট হতে পারেন, সে ইঙ্গিত দিয়েছে খোদ আইসিসিই। তাদের করা দুটি টুইট আবারও আলোচনার জন্ম দিয়েছে, সাকিবই কি তাহলে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিততে যাচ্ছেন? তাদের দুটি টুইটের প্রথমটিতে সাকিবসহ মোট ছয়জন ক্রিকেটারের ছবি দেয়া হয়েছে, যারা টুর্নামেন্ট সেরার পুরস্কার জিততে পারেন।