বর্ষায় এলোমেলো বিপিএল

প্রকাশ | ১৪ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের সূচিতে আবারও পরিবর্তন এসেছে। ঘরোয়া ফুটবলে এটা অবশ্য নতুন কিছু নয়। তবে দ্বিতীয় রাউন্ডে এসে একটু ঘন ঘনই সূচিতে পরিবর্তন আনছে বাফুফে। যে বর্ষা মৌসুম এড়াতে নানান পরিকল্পনা নিয়ে এবার লিগ মাঠে গড়ানো, সেই বর্ষা এড়ানো সম্ভব হয়নি। এই তো গেল সপ্তাহেই বসুন্ধরা-আরামবাগ ম্যাচ পিছিয়েছে বৃষ্টির কারণে। যে কারণে লিগের সূচিতেও এসেছে পরিবর্তন। এ ছাড়াও প্রতি রাউন্ডে এক দিনেই চার থেকে ৫টি করে ম্যাচও রাখা হয়েছে। খুব আয়োজন করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করেও শেষটা ঠিক মতো করতে পারে না বাফুফে। এর জন্য অবশ্য ক্লাবগুলোও দায়ী। প্রতিবছরই লিগের শেষ দিকে এসে কোনো না কোনো ভজঘট লাগেই। কোনোবার রেলিগেশন নিয়ে দ্বন্দ্ব, কখনো বা রেফারিং নিয়ে ক্লাবের আপত্তি। এবার শুরু হয়েছে লিগ শেষ হওয়ার আগেই দলবদলের তারিখ নির্ধারণ নিয়ে ক্লাবগুলোর আপত্তি। লিগের মাঝপথে এসে দলবদলের তারিখ দেয়ায় খেলোয়াড়রা নাকি পা বাঁচিয়ে খেলা শুরু করেছেন। যদিও বাফুফে আগস্টের ১৬ তারিখে দলবদলের তারিখ নির্ধারণ করে দিয়েছে। কিন্তু প্রতিবারের মতো এবারও নির্ধারিত সময়ের আগেই এক ক্লাব থেকে অন্য ক্লাবে পাড়ি জমাতে ব্যস্ত হয়ে পড়েছেন ফুটবলাররা। ইতোমধ্যে বেশ কয়েকজন ফুটবলারের দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছে ফুটবল পাড়ায়। তবে আরামবাগের ফুটবলার রবিউল ইসলামের অর্ধ কোটি টাকায় বসুন্ধরা কিংসে যোগ দেয়ার খবরেই বেশি তোলপাড় হচ্ছে। এমন অবস্থায় সত্যিই ফুটবলাররা বর্তমান ক্লাবের জন্য কতটা আন্তরিক হয়ে খেলে লিগ শেষ করবেন, সত্যিই সেটি প্রশ্নের মুখে পড়েছে। বাফুফে বলছে, ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেই দলবদলের সময় নির্ধারণ করা হয়েছে। আর কয়েকটি ক্লাব বাফুফের সেই দাবিকে উড়িয়ে দিচ্ছে। তাদের দাবি, এক সপ্তাহের মধ্যে দলবদলের তারিখ পরিবর্তন না করা হলে চলতি লিগ থেকেও সরে আসবেন তারা। সব মিলে বেশ উত্তপ্ত এখন ফুটবল অঙ্গন। বাফুফেও চাইছে, তরিঘরি করে লিগ শেষ করে দিতে। যে কারণে প্রায় প্রতি রাউন্ডেই শুরুর দিকে দিনে একটি-দুটি ম্যাচ রাখা হলেও পরদিনই চার থেকে পাঁচটি করে ম্যাচ দিয়ে দুইদিনের মধ্যে এক রাউন্ড শেষ করে দিচ্ছে আয়োজকরা। পরিবর্তিত সূচি অনুযায়ী, ২২তম রাউন্ডটি ১৪ জুলাইয়ের পরিবর্তে ১৫ জুলাই থেকে শুরু হচ্ছে। স্বভাবতই পরের ম্যাচগুলোও বডিলি শিফট হচ্ছে। সোমবার বিকাল ৪টায় ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হচ্ছে সাইফ স্পোর্টিং ক্লাব। প্রথমপর্বে এই দুই দলের লড়াইয়ে ৩-০ গোলে জিতেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। এরপর ১৬ জুলাই একই দিনে ৫টি ম্যাচ প্রিমিয়ার লিগে।