জন্মভূমির বিপক্ষে খেললেন বেন স্টোকস

প্রকাশ | ১৫ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আসরজুড়ে ব্যাটে-বলে দারুণ ছন্দে থেকে দলকে স্বপ্নের ফাইনালে নিয়ে আসতে অসামান্য অবদান রেখেছেন বেন স্টোকস। এমন খেলোয়াড়কে ঘিরে সমর্থকদের বাড়তি উচ্ছ্বাস থাকারই তো কথা। লর্ডসে রোববার দেখা গেলোও তাই। অটোগ্রাফ শিকারীদের কবলে স্টোকস -ওয়েবসাইট
লন্ডনের লর্ডসে রোববার বিকাল সাড়ে তিনটায় শুরু হয়েছে এবারের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। আর এই ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ইংল্যান্ড দলে এবারের বিশ্বকাপে অল রাউন্ড পারফর্ম করে আলোচনায় আছেন বেন স্টোকস। তবে ফাইনালের আগে স্টোকস কেবল ইংলিশ ক্রিকেটার হিসেবেই আলোচনায় থাকবেন না। তিনি আলোচনায় থাকছেন জন্মভূমির বিপক্ষে খেলছেন বলে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ১৯৯১ সালে জন্মগ্রহণ করেন বেন স্টোকস। তবে পিতার চাকরির সুবাদে ছোটবেলাতেই ইংল্যান্ডে চলে আসেন স্টোকস। তার বাবা নিউজিল্যান্ডের এক সময়কার রাগবী খেলোয়াড় ছিলনে। বর্তমানে স্টোকসের পিতা রাগবীর কোচিংও করিয়ে থাকেন। তাইতো চাকরির সুবাদেই ইংল্যান্ডে চলে আসতে হয় পুরো পরিবারকেই। আর ককারমাউথে বসবাস শুরু করেন স্টোকস পরিবার। সেখান থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ জন্মায় বেন স্টোকসের। ২০০৯ সালে ডারহামের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক ঘটে বেন স্টোকসের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই ইংলিশ ক্রিকেটারটিকে। এরপর নিজেকে ধীরে ধীরে তৈরি করেছেন একজন পুরোদস্তুর অলরাউন্ডার হিসেবে। ২৭ বছর পর ইংল্যান্ড আবারও বিশ্বকাপের ফাইনালে। দারুণ সম্ভাবনা ইয়ন মরগানের দলের প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরারও। তবে শিরোপা জিততে হলে বেন স্টোকসকে হারাতে হবে নিজ মাতৃভূমি নিউজিল্যান্ডকে।