উগ্রকান্ড বিশ্বকাপের ফাইনালেও!

প্রকাশ | ১৫ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
লিভারপুল বনাম টটেনহ্যাম হটস্পারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হুট করে মাঠে ঢুকে আলোচিত-সমালোচিত হয়েছিলেন কিনসে ওলানস্কি নামের এক নারী। গত জুনের সেই স্মৃতি লর্ডসের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনালে ফিরিয়ে আনতে চাইলেন আরেক নারী সমর্থক। ঢুকে পড়তে চাইলেন মাঠে! নিউজিল্যান্ডের ব্যাটিং চলার সময় মাঠে ঢুকে পড়তে চেয়েছিলেন ওই নারী সমর্থক। তবে কিনসের মতো অতদূর যেতে পারেননি। তার আগেই ধরা পড়ে যান নিরাপত্তাকর্মীদের হাতে। যে উদ্দেশ্যে মাঠে নামতে চেয়েছিলেন তাতে যে খানিকটা সফল হয়েছেন সেটা অবশ্য বলা যায়! কালো রঙের আঁটসাঁট পোশাক পরে করতে চেয়েছেন একটি পর্নো সাইটের বিজ্ঞাপন। ইতোমধ্যে টুইটারে ভাইরাল সেই সাইটের নাম! চ্যাম্পিয়ন্স লিগের সেই ঘটনার সঙ্গে রোববারের ঘটনার মিল পেয়ে টুইটারে ফুটবল ক্লাব লিভারপুলের পক্ষ থেকে লেখা হয়েছে, 'কিনসে ওলানস্কির মতো এই নারীও মাঠে ঢুকতে চেয়েছিল!' উগ্র সেই নারী সমর্থকের সাইটের বিজ্ঞাপন যাতে ফলপ্রসূ না হয় সেজন্য এখনই সেটা বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছেন একাধিক টুইটার ব্যবহারকারী।