ক্রিকেটের ছোঁয়া ব্রাজিলেও

প্রকাশ | ১৫ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রোববার লর্ডসে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা নামল বিশ্বকাপের দ্বাদশতম আসর। বিশ্বকাপ শেষ হওয়ার আগেই আরো একটি টুর্নামেন্টের আয়োজন করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। যেখানে অংশ নিয়েছে ফুটবলের দেশ হিসেবে পরিচিত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের পাড়া-মহলস্নায়ও এখন ক্রিকেটের চর্চা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আইসিসির পোস্ট করা এক ভিডিওতেই দেখা যায়, ব্রাজিলের পাড়া-মহলস্নায় কিশোর-তরুণরা কেমন ক্রিকেট নিয়ে মেতেছে! শুধু ব্রাজিলই নয়, ক্রিকেটের ছোঁয়া লেগেছে ফুটবলের আরেক দেশ, চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিতেও। ব্রাজিল, ইংল্যান্ড, জার্মানি, রুয়ান্ডা, ইন্দোনেশিয়া ও ভারতকে নিয়ে গত ১২ জুলাই ক্রিয় কাপ নামে একটি টুর্নামেন্ট আয়োজন করে আইসিসি। ভিন্ন একটি উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টটি আয়োজন করার সিদ্ধান্ত নেয় তারা।