আক্ষেপে পুড়ছেন জেমস নিশাম

প্রকাশ | ১৬ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
শ্বাসরুদ্ধকর, স্নায়ুচাপ নাকি নাটকীয় কী বিশেষণে বিশেষায়িত করা যায় রোববারের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালকে? এই শব্দত্রয়ী যেন শতভাগ ফুটিয়ে তুলতে পারছে না লর্ডসের শিরোপা নির্ধারণী ম্যাচের রোমাঞ্চ। কিন্তু সে যাই হোক, স্বাগতিক ইংল্যান্ডের কাছে বিশ্ব শিরোপা হাতছাড়া হওয়ায় কিউই অলরাউন্ডার জেমস নিশামের হৃদয় ভেঙে চুরমার। ফাইনালে হেরে মন এতটাই খারাপ যে, শিশুদের ক্রীড়াঙ্গনে ক্যারিয়ার না গড়ার পরামর্শ দিয়েছেন নিশাম, 'বাচ্চারা খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিও না। রান্না-বান্না বা অন্য কিছু বেছে নিও। ৬০ বছরে পা দিয়ে পরলোকে চলে যাবে। মেদবহুল শরীর নিয়ে সুখেই থাকবে।' নিউজিল্যান্ডের প্রথমবারের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার পরই ভবিষ্যৎ প্রজন্মকে উদ্দেশ্য করে এমন আবেগঘন টুইট বার্তা দেন নিশাম।