আজ আবারও মুখোমুখি আবাহনী-মোহামেডান

প্রকাশ | ১৬ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজ আবারো একটি আবাহনী-মোহামেডান লড়াই। সোমবার থেকে শুরু হয়েছে লিগের ২২ তম রাউন্ড। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-২ গোলে হারায় সাইফ স্পোর্টিং ক্লাব। এই জয়ে ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে আসলো সাইফ স্পোর্টিং ক্লাব। ২১ ম্যাচে শেখ জামালের ২৪ পয়েন্ট তারা আছে ষষ্ঠ স্থানে। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টায় মুখোমুখি হচ্ছে দুই চীরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী-মোহামেডান। হোম ভেনু্যতে আত্মবিশ্বাসী সাইফ স্পোর্টিং ক্লাব প্রথম গোলটি আদায় করে নেয় ম্যাচের ৩ মিনিটের মাথাতেই। কলোম্বিয়ান মিডফিল্ডার ড্যানিয়ার এন্ড্রেসের যোগান দেয়া বলে গোল করে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেসান্দ্রো পাদোভানি সেলিন (১-০)। ৩০ মিনিটে বাংলাদেশি ডিফেন্ডার ইয়াসিন আরাফাত বল বাড়িয়ে দেন ড্যানিয়ার এন্ড্রেসকে। সেই বল জালে ঠেলে দিতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান (২-০)। প্রথমার্ধ এগিয়ে থেকেই বিশ্রামে যায় স্বাগতিক দলটি। ৫৬ মিনিটে ফয়সাল মাহমুদের পাসে বল পেয়ে গোল করে ব্যবধান কমান শেখ জামালের ফরোয়ার্ড সাখাওয়াত হোসেন রনি (২-১)। এর ঠিক দু'মিনিট পর আরো একবার সাইফের জাল কাঁপান রনি (২-২)। এবার বলের জোগান দেন গাম্বিয়ান ফরোয়ার্ড ইবু কানতেহ। রনির জোড়া গোলে ম্যাচ অন্যদিকে মোড় নেয়। প্রথমে এগিয়ে যাওয়া সাইফের নিজেদের মাঠেই পয়েন্ট হারানোর সঙ্কা দেখা দেয়। কিন্তু ৭৩ মিনিটে মোহাম্মদ রহিম উদ্দিন গোল করলে আবারো এগিয়ে যায় সাইফ। আর এই গোলেই জয় নিশ্চিত হয় তাদের। আজ প্রিমিয়ার লিগে মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিকাল চারটার ম্যাচগুলো হচ্ছে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম রহমতগঞ্জ বনাম টিম বিজেএমসি। নোফেল বনাম শেখ রাসেল ক্রীড়া চক্র নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম। বসুন্ধরা কিংস বনাম ব্রাদার্স ইউনিয়ন নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম। মুক্তিযোদ্ধা বনাম আরামবাগ ক্রীড়া সংঘ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম গোপালগঞ্জ। সব থেকে আকর্ষণীয় ম্যাচটি হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায়। যেখানে মুখোমুখি হতে যাচ্ছে দুই চীরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।