শ্রীলংকা সফরের দলে তাইজুল-এনামুল

প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
তাইজুল ইসলাম
তিন বছর পর ওয়ানডে দলে ডাক পেলেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের সঙ্গে ডানহাতি ওপেনার এনামুল হক বিজয়কে ফিরিয়ে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার দল ঘোষণা করার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, '১৪ জনের দল দেয়ায় বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী। ছুটি চাওয়ায় শ্রীলংকা সফরের দলে নেই সাকিব আল হাসান ও লিটন দাস। সাকিবের জায়গায় আমরা একজন বাঁহাতি স্পিনার নিয়েছি। লিটনের জায়গায় আমরা একজন ওপেনার নিয়েছি। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ওয়ানডে অভিষেক হয়েছিল আবু জায়েদের। প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় ম্যাচ নিয়েছিলেন ৫ উইকেট। বিশ্বকাপে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই বাদ পড়লেন তরুণ এই পেসার। অলরাউন্ডার সাকিবের জায়গায় দলে ফেরা তাইজুল ২০১৬ সালের সেপ্টেম্বরে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেন। টেস্ট দলের নিয়মিত এই সদস্য ভারতে চার দিনের ম্যাচের এক টুর্নামেন্টে খেলছিলেন বিসিবি একাদশের হয়ে। অভিষেক ওয়ানডে ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন তাইজুল ইসলাম। এরপর অবশ্য টেস্ট দলের ট্যাগ লেগে যাওয়ায় খুব বেশি ওয়ানডে খেলা হয়নি তার। ক্যারিয়ারে মাত্র ৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। লম্বা সময় পর সাকিব ছুটি নেয়ায় আবার ফিরলেন তিনি। অন্যদিকে লম্বা সময় পর গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরেছিলেন এনামুল। কিন্তু তিন ম্যাচ খেলে মাত্র করেছিলেন মাত্র ৩৩ রান। ফলে বাদ পড়েছিলেন তিনি। এক বছর পর আবার ফিরলেন ডানহাতি এই ওপেনার। উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে সবশেষ দেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন। দেশের মাটিতে আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া দুটি চার দিনের ম্যাচের সিরিজে বাংলাদেশ 'এ' দলে ছিলেন তিনি। হেরে যাওয়া প্রথম ম্যাচে করেছিলেন সেঞ্চুরি। আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলংকায় তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ২০ জুলাই দেশ ছাড়বে মাশরাফির দল। ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচে খেলবে তারা। মূলত লিটন কুমার দাস ছুটিতে থাকায় জায়গা মিলেছে এনামুলের। তবে এবারের সুযোগটাই কাজে লাগাতে চান তিনি। মুঠোফোনে নিজের অনুভূতির কথা জানালেন, 'আমি এমন দিনের জন্য অপেক্ষা করছিলাম। এখন আমার একমাত্র কাজ হচ্ছে ভালো খেলা। একজন ক্রিকেটার হিসেবে আমি বিশ্বাস করি পারফরম্যান্সই সব কিছু। সিরিজটা ভালো খেলতে চাই। আশা করছি এবার সুযোগটা কাজে লাগাতে পারব।' সম্প্রতি এনামুল পারফরম্যান্সের জন্য ডাক পেয়েছেন তা জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও, 'সে (বিজয়) সবসময় আমাদের দৃষ্টিতে ছিল। সম্প্রতি সে বাংলাদেশ এ দলের হয়ে দারুণ খেলেছে। আশা করছি সে তার পারফরম্যান্সের ধারাবাহিকতা শ্রীলংকায় ধরে রাখবে। ইমরুল কায়েসও আমাদের দৃষ্টিতে ছিল। কিন্তু তার সাম্প্রতিক পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী নেই। তাই আমরা বিজয়কেই বেছে নিয়েছি।' বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মাহমুদউলস্নাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম ও এনামুল হক।