বার্সার অনুশীলনে গ্রিজম্যান-ডি ইয়ং

প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
নতুন মৌসুমের জন্য তৈরি হচ্ছেন বার্সেলোনার খেলোয়াড়রা। নূ্য ক্যাম্পে যোগ দিয়েছেন ফরাসি ফুটবলার গ্রিজম্যান -ওয়েবসাইট
নানা নাটক শেষে দুদিন আগে বার্সেলোনার ডেরায় নাম লিখিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের আঁতোয়ান গ্রিজম্যান। আর গত মৌসুমের মাঝামাঝি সময়েই কাতালান ক্লাবের সঙ্গে চুক্তি পাকা করে রেখেছিলেন আয়াক্সের ফ্রাঙ্কি ডি ইয়ং। তবে সোমবার প্রথমবারের মতো বার্সেলোনার হয়ে অনুশীলনে নামলেন এই দুই নতুন তারকা। গ্রীষ্মের ছুটি শেষে এদিনই প্রথম অনুশীলনে নেমেছেন বার্সেলোনার খেলোয়াড়রা। যদিও ক্লাবের সব খেলোয়াড় ছিলেন না। তবে গ্রিজম্যান ও ডি ইয়ংসহ নতুন যোগ দেয়া নেতো ছিলেন অনুশীলনে। অনুশীলনে যোগ দেয়ার আগে রোববার সবার মেডিকেল পরীক্ষা নেয়া হয়। সেখানেও উপস্থিত ছিলেন নতুন যোগ দেয়া তিন খেলোয়াড়। তবে এখনও ছুটি কাটাচ্ছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। গত মৌসুমের শেষদিকে ইনজুরিতে পড়েছিলেন গোলরক্ষক মার্ক টের স্টেগেন। তার অভাবটা কোপা দেল রে'র ফাইনালে ভালোভাবেই টের পেয়েছিল দলটি। এছাড়া ইনজুরিতে ছিলেন তরুণ উসমান দেম্বেলেও। এ দুই তারকা সম্পূর্ণ ফিট আছেন বলেই জানানো হয়েছে মেডিকেল পরীক্ষা শেষে। আগামী সপ্তাহ জুড়ে চলবে বার্সেলোনার নতুন মৌসুমের প্রথম অনুশীলন ক্যাম্প। এরপর এক সপ্তাহের সফরে জাপানে যাবে ক্লাবটি। আর সেখানে স্থানীয় ক্লাব ভিসাল কোবে ও ইংলিশ ক্লাব চেলসির সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। ২৩ জুলাই সাইতামা স্টেডিয়ামে চেলসির বিপক্ষে মাঠে নামবেন কাতালানরা। এর চারদিন পর সাবেক সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তার ক্লাবের বিপক্ষে মাঠে নামবেন তারা। জাপান থেকে ফিরে ৪ আগস্ট ঘরের মাঠে হুয়ান গাম্পার ট্রফির ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে বার্সেলোনা। এরপর ইতালিয়ান ক্লাব নাপোলির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে উড়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে।