মতিনের হ্যাটট্রিকে বসুন্ধরার জয়

প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে বড় জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে তারা ৫-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। এই জয়ে ৫৮ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে কিংসরা। এছাড়াও জয় পেয়েছে শেখ রাসেল। তবে এদিন আরামবাগ ও মুক্তিযোদ্ধা সংসদের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে ছিল বসুন্ধরা কিংসের হোম ম্যাচ। যেখানে তাদের প্রতিপক্ষ গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়ন। সেই ম্যাচে কাগজে কলমের সেরা দলটিকেই ৩১ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল খর্বশক্তির ব্রাদার্স। অবশেষে ৩২ মিনিটে গোলমুখ খুলতে সমর্থ হয় অস্কার ব্রোজনের শিষ্যরা। ফরোয়ার্ড মতিন মিয়ার জোগান দেয়া বলে গোলে আরেক স্থানীয় ডিফেন্ডার মোহাম্মদ ইব্রাহিম বল পাঠান ব্রাদার্সের জালে (১-০)। ৩৯ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াস বল বাড়িয়ে দেন মতিন মিয়াকে। আগের গোলে পেছনের নায়ক এবার নিজেই গোল করে সামনে আসেন (২-০)। তবে প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি বসুন্ধরা কিংস। ব্রাদার্স ও গোল শোধ করতে পারেনি। তাই ২-০ গোলে এগিয়ে থেকে বিশ্রামে যায় বসুন্ধরা কিংস। ৫৯ মিনিটে বখতিয়ার দুশোভেকের বাড়িয়ে দেয়া বলে আবারও ব্রাদার্সের জাল কাঁপান মতিন মিয়া (৩-০)। ৬৭ মিনিটে সেই একই কম্বিনেশনে আরো এক গোল পেয়েছে কিংসরা। এই গোলের মাধ্যমে হ্যাটট্রিক করেন মতিন মিয়া (৪-০)। ইনজুরি টাইমে ব্রাদার্সের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আলমগীর কবির রানা (৫-০)। জয় নিশ্চিত হয় কিংসদের। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে হোম ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয় শেখ রাসেল ক্রীড়া চক্রের। যেখানে ৪-০ গোলে জয় পায় রাসেল। ৩৩ মিনিটে নাইজেরিয়ান এলিসন উদোকার পাসে মিডফিল্ডার বিপলু আহমেদের গোলে ম্যাচে লিড নেয় শেখ রাসেল ক্রীড়াচক্র (১-০)। ৩৯ মিনিটে ইউক্রেনের ফরোয়ার্ড ভেলেরির বাড়িয়ে দেয়া বলে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোয়িন (২-০)। প্রথমার্ধ এগিয়ে থেকেই বিশ্রামে যায় অলবস্নুজরা। ৭৯ মিনিটে রাফায়েল আরও এক গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০ তে। ৮৫ মিনিটে নিজের তৃতীয় এবং রাসেলের চতুর্থ গোলটি করেন রাফায়েল (৪-০)। আর এই গোলেই জয় নিশ্চিত হয় তাদের। ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে আসলো শেখ রাসেল। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে নোফেল স্পোর্টিং। অন্যদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা বনাম আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচটি প্রথমার্ধ ছিল গোলশূন্য (০-০)। ৬৭ মিনিটে ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিলের গোলে এগিয়ে যায় আরামবাগ ক্রীড়া সংঘ (১-০)। তবে ৮৫ মিনিটে মুক্তিযোদ্ধার কামারা এক গোল করলে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র করে মাঠ ছাড়ে দুই দল। ২১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে আরামবাগ। ২০ ম্যাচে মুক্তিযোদ্ধার ২২ পয়েন্ট। তারা আছে ৮ম স্থানে।