প্রাপ্য জয়ই পেয়েছে মোহামেডান

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিছুই খেলতে পারিনি। মোহামেডানের চেয়ে কম দৌড়েছি। কম লড়াই করেছি। আমার মনে হয় আমরা তাদের যথেষ্ট সম্মানও দেখাইনি। তারা যেরকম খেলেছে গোল ৬-৭টাও হতে পারত।

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক আবাহনী-মোহামেডান ম্যাচ ঘিরে এখন আর উত্তাপ দেখা যায় না ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে। গত কয় বছরে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা হয় এক তরফা। ঢাকা আবাহনী যেখানে দল গড়ে শিরোপা জয়ের জন্য। মোহামেডান সেখানে প্রতি বছরই কোনোরকম একটা দল গড়ে। চিরপ্রতিদ্বন্দ্বীর দৈরথে মোহামেডানই হারবে। এটা এ রকম অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সেই সাদা-কালোরাই কিনা মঙ্গলবার মৌসুমের শেষ লড়াইয়ে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দিল আবাহনীকে! তবে আকাশি-নীলদের কোচ মারিও লেমোসের মতে প্রাপ্য জয়ই পেয়েছে মোহামেডান। আবাহনীর বিপক্ষে মোহামেডানের শেষ জয়টি ছিল ২০১৫ সালের ২১ মে। মোহাম্মদ ইব্রাহিমের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল সাদা-কালোরা। এর পরে প্রিমিয়ার লিগে টানা ৫ ম্যাচে হার। মাঝে তিন বছরে দুটি প্রিমিয়ার লিগ। কোনোটিতেই আবাহনীকে কোণঠাসা করতে পারেনি মোহামেডান। এই তো এ বছরই প্রথম লেগে আবাহনীর কাছে ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছিল চিরপ্রতিদ্বন্দ্বীরা। এই তো কিছুদিন আগেই প্রথমবারের মতো এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে ঢাকা আবাহনী। লিগেও তাদের সামনে দাঁড়াতে পারছিল না কোনো দল। টানা আট জয়ের সুখস্মৃতি নিয়েই মাঠে নেমেছিল আবাহনী। গত দুই আসরের চ্যাম্পিয়নও তারা। নবাগত বসুন্ধরা কিংসের সঙ্গে শিরোপা রেসে পিছিয়ে পড়লেও এবার অন্তত লিগের রানার্স আপ হবে আবাহনী এমনটাই ধরে নেয়া হচ্ছে। যেখানে মোহামেডানের সর্বসাকুল্যে জয় ছিল মাত্র চারটি। অবনমনের শঙ্কা তো প্রায় পুরোলিগ জুড়েই ছিল। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা সেই দলটিই যে আবাহনীকে গোলের মালা পরিয়ে দেবে তা হয়তো ঘুণাক্ষরেও কেউ চিন্তা করেনি। কিন্তু এটা যে ফুটবল। এখানে কাউকেই ছোট করে দেখার অবকাশ নেই। মোহামেডান সেটিই বুঝিয়ে দিল সেটা অবশ্য স্বীকার করেছেন আবাহনীর কোচ মারিও লেমোসও, 'ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিছুই খেলতে পারিনি। মোহামেডানের চেয়ে কম দৌড়েছি। কম লড়াই করেছি। আমার মনে হয় আমরা তাদের যথেষ্ট সম্মানও দেখাইনি। তারা যেরকম খেলেছে গোল ৬-৭টাও হতে পারত। প্রতিটি বিভাগেই তারা আমাদের থেকে ভালো ফুটবল খেলেছে। তারা তাদের প্রাপ্য জয়ই পেয়েছে।' আবাহনীর এই হারে এবারের লিগের শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে নবাগত শক্তি বসুন্ধরা কিংসের। টানা ১৪ জয়ে ২০ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে তারা। এক ম্যাচ বেশি খেলে নিকটতম প্রতিপক্ষ ঢাকা আবাহনীর পয়েন্ট ৫১। ফলে ২০ জুলাই সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠেয় ম্যাচে শেখ রাসেলকে হারিয়ে দিতে পারলে বসুন্ধরা নিশ্চিত চ্যাম্পিয়ন। হারলে বা ড্র করলেও শিরোপার পথে থাকবে তারা। সেই বাস্তবতাটা মেনে নিয়েছেন আবাহনীর কোচ মারিও লেমোসও, 'আমাদের সামনে আর শিরোপা জেতার সুযোগ নেই। বসুন্ধরা কিংস যেভাবে খেলছে তাতে আমাদের কাজ আরও কঠিন হয়ে গেল। গত ম্যাচে হারের কারণে সব কিছু একেবারে শেষ হয়ে গেল।'