সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নতুন কোচের সন্ধানে ভারত ক্রীড়া ডেস্ক ইংল্যান্ড বিশ্বকাপে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারায় কোচিং স্টাফে বড় পরিবর্তন আনতে চাইছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এ জন্য নতুন কোচের সন্ধানে বিজ্ঞাপনও দিয়েছে সংস্থাটি। কোচ রবি শাস্ত্রীর সঙ্গে লম্বা মেয়াদে আর বাড়াতে চাচ্ছে না বিসিসিআই। সেই সঙ্গে গুঞ্জন আছে সংস্থাটি, ফরম্যাট ভেদে আলাদা আলাদা অধিনায়ক নিয়োগ দেবে। বিরাট কোহলির ওপর থেকে চাপ কমানোর জন্য তাকে কেবল টেস্টের দায়িত্বেই রাখা হবে। আর ওয়ানডে দলের অধিনায়কত্ব পেতে পারেন রোহিত শর্মা। ব্যাপারটি নিয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নতুন কোচ নিয়োগের বিজ্ঞাপন মঙ্গলবারই দিয়েছে বিসিসিআই। এতে শুধু প্রধান কোচই নয়-ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ফিজিওথেরাপিস্ট, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ও অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার চেয়েও বিজ্ঞাপন দেয়া হয়েছে। আগ্রহীদের আগামী ৩০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। বিজ্ঞাপনে, কোচদের বয়স ৬০-এর নিচে হতে হবে। এর বাদে কমপক্ষে দুই বছর কোনো টেস্ট খেলুড়ে আন্তর্জাতিক দল কিংবা সহযোগী দেশ, এ দল বা আইপিএলের দলগুলোতে কমপক্ষে তিন বছর কোচিং করানোরও অভিজ্ঞতা থাকতে হবে। খেলোয়াড়ি জীবনে তাকে অন্তত ৩০টি টেস্ট ও ৫০টি ওয়ানডে খেলতে হবে। যদিও, ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং কোচদের জন্য এই নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। তাদের কমপক্ষে ১০টি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকতে হবে। এর আগে ২০১৭ সালে অনিল কুম্বলের জায়গায় কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন শাস্ত্রী। তার অধীনে বিরাট কোহলিদের সবচেয়ে বড় অর্জন হলো প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে টেস্ট সিরিজ জেতানো। ওয়েস্ট ইন্ডিজ সফরকে কেন্দ্র করে আপাতত শাস্ত্রী, বোলিং কোচ ভারত অরুণ, ব্যাটিং কোচ সঞ্জয় ব্যাঙ্গার ও ফিল্ডিং কোচ এস শ্রীধরের মেয়াদ ৪৫ দিন বাড়িয়েছে বিসিসিআই। তবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে ভারত। এর আগেই নতুন কোচের নিয়োগ পেয়ে যাওয়ার কথাই বিসিসিআইয়ের। বিশ্বকাপ বাছাইয়ে কাতারকে পেল বাংলাদেশ ক্রীড়া প্রতিবেদক ২০২২ বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে বুধবার। ড্র অনুযায়ী বাংলাদেশ আছে গ্রম্নপ 'ই'তে। যেখানে লাল-সবুজদের সঙ্গী হয়েছে আফগানিস্তান, ভারত, ওমান ও বিশ্বকাপের স্বাগতিক দল কাতার। বাছাইয়ের প্রথম রাউন্ড পেরুনো ছয়টি এবংর্ যাংকিংয়ে এগিয়ে থাকা আরও ৩৪টিসহ মোট ৪০টি দল নিয়ে বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। বাংলাদেশের 'ই' গ্রম্নপের পাঁচ দলের মধ্যে ফিফার্ যাংকিংয়ে সবচেয়ে এগিয়ে কাতার। ৫৫তম অবস্থানে আছে এশিয়ান কাপের চ্যাম্পিয়নরা। বাকিরাওর্ যাংকিংয়ে এগিয়ে বাংলাদেশের (১৮৩তম) চেয়ে। ওমান ৮৬তম, ভারত ১০১তম এবং আফগানিস্তান ১৪৯তম স্থানে আছে। গ্রম্নপের প্রতিটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে পরস্পরের বিপক্ষে খেলবে। ম্যাচগুলো হবে আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২০২০ সালের ৯ জুন পর্যন্ত। আট গ্রম্নপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ- মোট ১২ দল পাবে বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের টিকিট। এই ১২ দল সরাসরি এশিয়ান কাপে খেলার যোগ্যতাও অর্জন করবে। পরের সেরা ২৪ দল নিয়ে আলাদা আরেকটি বাছাইপর্ব হবে, সেখান থেকে নির্ধারিত হবে চীনে ২০২৩ সালের এশিয়ান কাপের বাকি দলগুলো। ২০২২ সালের ২১ নভেম্বরে শুরু হবে কাতার বিশ্বকাপ।