আফগানিস্তানের ভেনু্য নিয়ে শঙ্কায় বাফুফে

আমরা আফগানিস্তানের হোম ভেনু্য নিয়ে খুবই চিন্তিত। যদি ওরা হোম ভেনু্য কাবুলে নির্ধারণ করে থাকে, তাহলে আমাদের জন্য সেখানে গিয়ে খেলাটা খুবই কঠিন হবে। কেননা নিরাপত্তার ব্যাপারটি বড় হয়ে দাঁড়িয়েছে এই ম্যাচে। তখন আমরা এই বিষয়ে আপত্তির কথা ফিফাকে জানাতে পারব

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে 'ই' গ্রম্নপে পড়েছে বাংলাদেশ। বিশ্বকাপ আয়োজক কাতারের সঙ্গে একই গ্রম্নপে আছে ওমান, ভারত ও আফগানিস্তান। আগামী ১০ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে। অ্যাওয়ে ম্যাচে লাল-সবুজ জার্সিধারীদের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। কিন্তু শুরুতেই অ্যাওয়ে ম্যাচের ভেনু্য নিয়ে ভীষণ শঙ্কায় পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কারণ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের মাটিতে খেলতে হবে বলে। সাধারণত যে দেশের খেলা, তাদের কোনো শহরে হয়ে থাকে ভেনু্য। সেক্ষেত্রে আফগানিস্তানের ভেনু্য তাদের কোনো শহরে হলে বাংলাদেশের জন্য তা শঙ্কার বিষয়। যুদ্ধবিধ্বস্ত দেশটির নিরাপত্তা প্রশ্ন সবার আগে সামনে আসে। এখনো প্রায়ই বুলেট-বোমায় কেঁপে ওঠে দেশটি। সেখানে গিয়ে জাতীয় দলের খেলা বাফুফেকে ভাবিয়ে তুলেছে। যদিও আফগানিস্তানের হোম ভেনু্য কোথায় হবে, তা এখনো নির্ধারণ হয়নি। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ফিফা ও এএফসিকে নিজ নিজ ভেনু্য জানাতে হবে অংশগ্রহণকারী দেশগুলোকে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বুধবার হয়ে যাওয়া কাতার-২০২২ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের দ্বিতীয় পর্বের ড্রয়ে বাংলাদেশের সঙ্গে 'ই' গ্রম্নপের একটি দল আফগানিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচও যুদ্ধবিধ্বস্ত এই দেশটির বিপক্ষে ১০ সেপ্টেম্বর। প্রথম ম্যাচটি বাংলাদেশের অ্যাওয়ে। আফগানিস্তানের বিপক্ষে ফিরতি ম্যাচ ঢাকায় আগামী বছর ২৬ মার্চ। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দলগুলো পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশ, কাতার, ভারত ও ওমানকে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে দেশটির হোম ভেনু্যতে গিয়ে। কিন্তু আফগানিস্তানের হোম ভেনু্য কোথায় হবে, তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কারণ, আফগানিস্তান যদি তাদের রাজধানী কাবুল বা অন্য কোনো শহরের স্টেডিয়ামকে হোম ভেনু্য করে সেক্ষেত্রে কি করবে অন্য দলগুলো। নিয়ম অনুযায়ী ৩১ জুলাইয়ের মধ্যে দেশগুলোকে তাদের হোম ভেনু্যর নাম জানাতে হবে এএফসিকে। তাই কে কোন ভেনু্যকে হোম হিসেবে দেখাবে সেটা জানতে অপেক্ষায় থাকতে হচ্ছে আরও। তবে বাংলাদেশের দুশ্চিন্তা আফগানিস্তানের হোম ভেনু্য নিয়ে। অতীত রেকর্ড বলছে, রাশিয়া বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে আফগানিস্তান হোম ম্যাচ নিজেদের দেশে খেলেনি। বিকল্প ভেনু্য হিসেবে খেলেছে ইরান ও তাজিকিস্তানের মাঠে। কিন্তু সবশেষ গত বছরের ১৮ আগস্ট ফিলিস্তিনের বিপক্ষে আবার প্রীতি ম্যাচ খেলেছে রাজধানী কাবুলে। আর এই অবস্থায় বাফুফে বেশ চিন্তিত। সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের মনে জন্মেছে শঙ্কার মেঘ। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, 'আমরা আফগানিস্তানের হোম ভেনু্য নিয়ে খুবই চিন্তিত। যদি ওরা হোম ভেনু্য কাবুলে নির্ধারণ করে থাকে, তাহলে আমাদের জন্য সেখানে গিয়ে খেলাটা খুবই কঠিন হবে। কেননা নিরাপত্তার ব্যাপারটি বড় হয়ে দাঁড়িয়েছে এই ম্যাচে। তখন আমরা এই বিষয়ে আপত্তির কথা ফিফাকে জানাতে পারব। আর যদি তাদের দেশে হোম ভেনু্য করলে আমরা নিরাপত্তার কথা জানাবো এএফসিকে।' যুদ্ধবিধ্বস্ত দেশটিতে খেলা নিয়ে ভাবিয়ে তুলেছে বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডেকেও, 'আমিও শুনেছি আফগানিস্তানে যাওয়াটা নিরাপদ নয়। ব্যক্তিগতভাবে সেখানে যেতে আমি ইচ্ছুক নই। ওখানে ম্যাচ না হওয়াটাই ভালো হবে। তবে এখন সবকিছু নির্ভর করছে বাফুফের ওপর।'