মোহামেডানের মধুর প্রতিশোধ

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
প্রতিপক্ষের ফুটবলারকে কাটিয়ে বল নিয়ে যাচ্ছেন মালির ফরোয়ার্ড সোলাইমান ডিবেট। নোফেলের বিপক্ষে প্রতিশোধের ম্যাচে জোড়া গোল করেছেন মোহামেডানের এই ফুটবলার -বাফুফে
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বে এক বদলে যাওয়া মোহামেডানকেই দেখা যাচ্ছে। প্রথম লেগে যে নোফেলের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছিল তারা। দ্বিতীয় পর্বে ৩-১ গোলে জিতে সেই হারের কঠিন প্রতিশোধ নিয়েছে ঐতিহ্যবাহী দলটি। শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই জয় পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২১ ম্যাচে মোহামেডানের সংগ্রহ ২৩ পয়েন্ট। তারা উঠে এসেছে অষ্টম স্থানে। আর সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে নোফেল স্পোর্টিং ক্লাব। প্রথম পর্বে নোফেলের কাছে ১-০ গোলে হেরেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই হারের প্রতিশোধ নেবার প্রতিজ্ঞা করেই শুক্রবার মাঠে নেমেছিল আগের ম্যাচে এক হালি গোল করে আবাহনীকে উড়িয়ে দিয়ে উড়তে থাকা আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচ শুরুর ৯ মিনিটের মাথায় লিড ও নিয়েছিলো তারা। মালীর ফরোয়ার্ড সোলেমান ডিবেটের গোলে এগিয়ে যায় সাদাকালোরা (১-০)। ১৩ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আগের ম্যাচে জোড়া গোল করা স্থানীয় ফরোয়ার্ড তকলিস আহমেদ (২-০)। তবে ১৭ মিনিটে খন্দকার আশরাফুল ইসলাম এক গোল করলে ব্যবধান কিছুটা কমায় নোফেল স্পোর্টিং (২-১)। ৪২ মিনিটে পেনাল্টি পায় মোহামেডান। সোলেমানের দুরন্ত স্পট কিক আশ্রয় নেয় নোফেলের জালে (৩-১)। ফলে আবারো এগিয়ে যায় ঐতিহ্যবাহীরা। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধে অবশ্য দারুণ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয় নবাগত নোফেল স্পোর্টিং। যে কারণে এই অর্ধে আর কোন গোল আদায় করে নিতে পারেনি সাদা-কালোরা। কিন্তু প্রতিপক্ষকে আটকে দিয়ে তাদের জালে বল পাঠাতে ব্যর্থ হয় দক্ষিণ অঞ্চলের ক্লাবটি। যে কারণে শেষ পর্যন্ত আর জয়ের মুখ দেখা সম্ভব হয়নি তাদের পক্ষে। প্রথম পর্বে যেই মোহামেডানকে ১-০ গোলে হারিয়ে দিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছিল তারা। সেই সাদা-কালোদের কাছেই শেষ পর্যন্ত ৩-১ গোলের বড় হার নিয়ে মাঠ ছেড়েছে নোফেল স্পোর্টিং ক্লাব। আজ প্রিমিয়ার লিগে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মধ্যে সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠেয় বসুন্ধরা বনাম শেখ রাসেলের ম্যাচটি সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচ দিয়েই নির্ধারিত হয়ে যেতে পারে বসুন্ধরার লিগের শিরোপা। একই সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী খেলবে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে। এছাড়া বিকাল ৪ টায় ঢাকায় একই ভেনু্যতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। বিকাল ৪টার অন্য ম্যাচটি হবে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে। যেখানে আরামবাগ ক্রীড়া সংঘের মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।