বার্সাকে গুনতে হবে নেইমারের আয়কর

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমানোর সময় ৩৬ মিলিয়ন ইউরো আয়কর নেইমারের কাছে পেত স্প্যানিশ আয়কর বিভাগ। এবার সেই অর্থই গুনতে হবে বার্সেলোনাকে। এমনটাই জানিয়েছে স্প্যানিশ আয়কর বিভাগ। ব্রাজিলের ক্লাব সান্তোষ থেকে নেইমার ২০১৩ সালে বার্সেলোনায় পাড়ি দেন। তখন থেকেই তার ট্রান্সফার ফির প্রকৃত তথ্য গোপন এবং আয়কর ফাঁকি দেয়ায় জেলে যেতে হয়েছিল বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রাসেলের। তবে বর্তমান তথ্য অনুযায়ী নেইমার ৩৬ মিলিয়ন ইউরো ট্যাক্স ফাঁকি দিয়েছে স্পেনে থাকাকীলন। আর সেই অর্থ এখন সংগ্রহ করা হবে ফুটবর ক্লাব বার্সেলোনার কাছ থেকে। নেইমার শেষবার যখন বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করে, তখন শর্ত অনুযায়ী নেইমারকে ২৬ মিলিয়ন ইউরো বোনাস প্রদান করার কথা ছিল কাতালানদের। এরপর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানোর কারণে আর সেই অর্থ নেইমারকে প্রদান করেনি স্প্যানিশ ক্লাবটি। এই অর্থ উদ্ধারে আইনের দারস্থও হয়েছেন নেইমার এবং তার প্রতিনিধিরা। নেইমারের প্রাপ্য ২৬ মিলিয়ন ইউরো থেকেই বার্সেলোনার আয়করের অর্থ সংগ্রহ করবে স্পেনের আয়কর বিভাগ। এমনটিই লেবার কোর্টকে জানিয়েছে দেশটির আয়কর বিভাগ।