শেখ জামাল ও আরামবাগের জয়

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
গোলের পর উৎসব করছে বসুন্ধরার খেলোয়াড়রা -ওয়েবসাইট
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয় পেয়েছে আরামবাগ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শনিবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারায় শেখ জামাল। অন্যদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে নিজেদের হোম ভেনু্যতে রহমতগঞ্জের বিপক্ষে ৬-৩ গোলের বড় জয় তুলে নেয় আরামবাগ ক্রীড়া সংঘ। ২২ ম্যাচে ৩০ পয়েন্ট হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘের। কিন্তু তাদের থেকে একধাপ উপরে থাকা সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে পয়েন্টের বিস্তর ফারাক থাকায় পূর্বের পঞ্চম স্থানেই আছে অফিস পাড়ার ক্লাবটি। ২০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে রহমতগঞ্জ। ২২ ম্যাচে ২৭ পয়েন্ট শেখ জামালের। তারা আছে পূর্বের ৬ষ্ঠ স্থানেই। ২১ ম্যাচে ২৩ পয়েন্ট সংগ্রহ করেছে চট্টগ্রাম আবাহনী। তারা আছে ৭ম স্থানে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর মাত্র ৫ মিনিটের মাথাতেই গাম্বিয়ান ফরোয়ার্ড ইবু কেদারনাথের গোলে ম্যাচে লিড নেয় শেখ জামাল (১-০)। ৩৭ মিনিটে সাখাওয়াত হোসেন রনির যোগান দেয়া বলে চট্টগ্রাম আবাহনীর জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আরেক গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্ম (২-০)। বাকি সময়ে আর কোন গোল করতে পারেনি ধানমন্ডির জায়ান্টরা। তবে জামালের জালে বল পাঠিয়ে ব্যবধানটা কমাতেও পারেনি চট্টলার দলটি। যে কারণে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল। প্রথম পর্বে এই দুই দল গোলশূন্য (০-০) ড্র করে মাঠ ছেড়েছিলো। অন্যদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে বড় জয় পায় আরামবাগ ক্রীড়া সংঘ। যে ম্যাচে দুই দল মিলে করেছে মোট ৯ টি গোল। ১৬ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেদো ম্যাথিওয়ের বাড়িয়ে দেয়া বলে মোহাম্মদ আরিফুর রহমান গোল করলে এগিয়ে যায় আরামবাগ ক্রীড়া সংঘ (১-০)। তবে ২৮ মিনিটে সেই গোলটি শোধ করতে সমর্থ হয় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। মিডফিল্ডার সোহেল রানার পাসে কঙ্গোর ফরোয়ার্ড বল সিও জোনাপিও বল পাঠান আরামবাগের জালে (১-১)। ৪১ মিনিটে ডিফেন্ডার ফয়সাল আহমেদের পাসে গোল করে রহমতগঞ্জকে এগিয়ে দেন মিডফিল্ডার সোহেল রানা (২-১)। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি মারুফুল হকের শিষ্যরা। ৪৭ মিনিটে মানিক হোসেন মোলস্নার যোগান দেয়া বলে গোল করে আবারো ম্যাচে সমতা আনেন আরামবাগের চিনেদো ম্যাথিও (২-২)। ৫৪ মিনিটে রহমতগঞ্জের জালে বল পাঠান ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিল। এবার পেছনের নায়ক হিসেবে কাজ করেন চিনেদু ম্যাথিও (৩-২)। ৬৭ মিনিটে পল এমিলের পাসে জালাল মিয়া আরো এক গোল করলে ৪-২ গোলে লিড নেয় আরামবাগ ক্রীড়া সংঘ। ৭৭ মিনিটে গোল করেন আরামবাগের উজবেক ডিফেন্ডার ইকবল বাবা কানভ। এবার বলের যোগান দেন চিনেদু ম্যাথিও(৫-২)। ৭৭ মিনিটের গোলটির পেছনেও বড় অবদান রাখেন এই নাইজেরিয়ান। এবার রহমতগঞ্জের জাল কাপান পল এমিল (৬-২)। এটি ম্যাচে তার দ্বিতীয় গোল। তবে ৮২ মিনিটে পেনাল্টি পায় রহমতগঞ্জ। সিও জোনাপিওর স্পট কিক আশ্রয় নেয় জালে (৬-৩)। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে মারুফুল হকের শিষ্যরা। প্রথম পর্বে আরামবাগ-রহমতগঞ্জ লড়াইটি শেষ হয়েছিলো ১-১ গোলের ড্র'তে। ২৩ তম রাউন্ড শেষে দু'দিন বিরতি দিয়ে ২৩ জুলাই থেকে মাঠে গড়াবে লিগের ২৪ তম রাউন্ডটি।