স্পেন দলে ফিরতে চান ফ্যাব্রিগাস

প্রকাশ | ২৪ জুন ২০১৮, ০০:০০ | আপডেট: ২৪ জুন ২০১৮, ২৩:৩৭

ক্রীড়া ডেস্ক
একটা সময় স্পেন জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন সেস ফ্যাব্রিগাস। হুলেন লোপেতেগি কোচ হওয়ার পর দলে জায়গা হারান তিনি। সেই লোপেতেগি এখন স্পেন দলে অতীত। কোচের দায়িত্বে এখন ফানাের্ন্দা হিয়েরো। তাতে নতুন করে আবার স্পেন দলে ফেরার স্বপ্ন দেখছেন ফ্যাব্রিগাস। ২০১৬ সালের ইউরোর পর থেকে আর কখনো স্পেন জাতীয় দলে খেলা হয়নি ৩১ বছর বয়সী এই মিডফিল্ডারের। কারণ এই সময়টাতে নতুন করে লোাপেতেগির সঙ্গে স্পেন ফুটবল ফেডারেশন নবায়নের চুক্তি করেছে। আর তাতে কপাল পুড়ে ফ্যাব্রিগাসের। স্পেন জাতীয় দলের জন্য তার খেলার দরজাটুকু বন্ধ হয়ে যায়। তবে নতুন কোচ আসায় আবারও বড় স্বপ্ন দেখছেন তিনি, ‘আমি বিশ্বাস করি, বিশ্বকাপের পর নতুন কোচ আবার নতুন করে সবকিছু চিন্তা-ভাবনা শুরু করবেন। কারণ বতর্মান বিশ্বকাপের দলটা লোপেতেগিরই গড়া।’