ব্যথামুক্ত থাকার চেষ্টা করতে হবে মাশরাফিকে

প্রকাশ | ০৫ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক ব্যথা হতে পারে এমন কাজ থেকে মাশরাফিকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বিসিবি। শ্রীলংকা সফরের একদিন আগে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের চোট পান মাশরাফি বিন মর্তুজা। যার ফলে যেতে পারেননি লংকা সফরে। বিশ্রামে দেয়া হয়েছে তাকে। তবে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী তাকে পরামর্শ দিয়ে বলেছেন, ব্যথা হতে পারে এমন কাজ থেকে বিরত থাকতে। আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবেন মাশরাফি। মাঠের বাইরে থাকলেও নিয়মিতই বিসিবির মেডিক্যাল বিভাগের সঙ্গে যোগাযোগ রাখছেন এই পেসার। ঈদের পর পুনর্বাসন প্রক্রিয়ায় যোগ দেবেন ডানহাতি এই পেসার। দেবাশীষ বলেন, 'মাশরাফি ২১ দিনের জন্য বিশ্রামে। ওর অনুশীলন এখন বন্ধ রয়েছে। ১৯ তারিখে সে আঘাতটি পেয়েছে। আমাদের সঙ্গে ওর পুনর্বাসন প্রক্রিয়া ও ফিজিওথেরাপি সেভাবে নেই। তবে যেটা তাকে নির্দেশ দেয়া হচ্ছে সেটি হলো ও ব্যথামুক্ত থাকার চেষ্টা করবে। এমন কিছু করবে না যাতে ব্যথা বাড়ে।' তিনি আরও বলেন, 'তার সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। গত সপ্তাহে আমাদের সঙ্গে তার কথা হয়েছে। তার এই মুহূর্তে তেমন ব্যথা নেই। প্রতিদিনের কাজকর্মেও সমস্যা হচ্ছে না। আমরা ঈদুল আজহার ছুটির পর পুনর্বাসন প্রক্রিয়াটি শুরু করব। এটি সপ্তাহখানেক সময় লাগবে।'