চ্যাম্পিয়ন পিএসজি

প্রকাশ | ০৫ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আছে। তবে ব্রাজিলীয় ফরোয়ার্ড ছাড়াও জয় পেতে সমস্যা হচ্ছে না ফরাসি জায়ান্টদের। শনিবার রাতে লিগ ওয়ান শুরুর আগে রেনেকে ২-১ গোলে হারিয়ে তারা ঘরে তুলেছে ফরাসি সুপার কাপ। লিগ ওয়ান চ্যাম্পিয়ন ও ফরাসি কাপ জয়ীর মধ্যে মৌসুমের শুরুতে হওয়া এক ম্যাচের প্রতিযোগিতায় এই নিয়ে টানা সপ্তমবার চ্যাম্পিয়ন হলো পিএসজি। একই সঙ্গে সর্বোচ্চ নয়বার শিরোপাটি জয়ের রেকর্ড গড়ল দলটি। গত বছর লিওঁর রেকর্ড ছুঁয়েছিল তারা। ফ্রান্সের ক্লাব লিওঁ টানা ছয়বার ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জিতেছিল। তারা সবচেয়ে বেশি আটটি শিরোপাও জিতেছে ফ্রেঞ্চ কাপের। তাদের সঙ্গে আটটি শিরোপা নিয়ে গেল বছর যৌথভাবে শীর্ষে ছিল পিএসজি। কিন্তু শনিবার রাতে তাদের পেছনে ফেলে নবম শিরোপা জিতেছে পিএসজি। যা তাদের টানা সপ্তম শিরোপা জয়। এর মধ্য দিয়ে টানা জয় ও সবচেয়ে বেশি শিরোপা জয়ের নতুন রেকর্ড গড়ল কিলিয়ান এমবাপে-অ্যাঞ্জেল ডি মারিয়ারা। চীনের শেনঝেনের শুরুতে অগ্রগামিতা পেয়েছিল রেনে। ১৩ মিনিটে হুনোর গোলে প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলে তারা। দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ানোতেই জয়ের বন্দরে নোঙর ফেলে পিএসজি। ৫৭ মিনিটে কিলিয়ান এমবাপের গোলে সমতা ফেরায় থমাস টুখেলের শিষ্যরা। ৭৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে জয়সূচক গোলটি করেন ডি মারিয়া। দলে না থাকলেও মাঠে উপস্থিত ছিলেন নেইমার। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড শেনঝেন ইউনিভারসেইড স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বসেই খেলা দেখেছেন। তবে ম্যাচের পর ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্তে দলের সঙ্গে থাকলেও উদযাপনে খুব বেশি সাবলীল দেখা যায়নি তাকে। অনিশ্চিত ভবিষ্যতেরই ইঙ্গিত যা। তখন মার্কো ভেরাত্তি জোরপূর্বক নেইমারকে ভেড়ান দলের উদযাপনের মুহূর্তে! গত মৌসুমে দর্শক পিটিয়ে তিন ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছিলেন নেইমার। তারই খেসারত হিসেবে ট্রফি ডেস চ্যাম্পিয়ন ম্যাচে মাঠের বাইরে বসে থাকতে হয়েছে বিশ্বের দামি ফুটবলারকে।