দেনার দায়ে রোনালদিনহোর সম্পত্তি বাজেয়াপ্ত

প্রকাশ | ০৫ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রেনেকে হারিয়ে শনিবার ফরাসি কাপে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শিরোপা নিয়ে উচ্ছ্বাস করছেন এমবাপে-মারিয়ারা -ওয়েবসাইট
ক্রীড়া ডেস্ক ফুটবলের জগতে অনন্য এক নাম রোনালদিনহো। খেলার মাঠে নিজের কারিকুরি দেখিয়ে সুনাম অর্জন করলেও ব্যক্তিগত জীবনে নিজের সম্মান হারাতে বসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এ তারকা। দেনা ও বকেয়ার দায়ে নিজের সব সম্পত্তি হাতছাড়া হয়েছে ইতিমধ্যে। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তার ৫৭টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। দুটি পাসপোর্টও জব্দ করেছে। এই সঙ্গে দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও পেয়েছেন তিনি। ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, দুবারের ফিফা বর্ষসেরা এ ফুটবলারের দেনার পরিমাণ দুই মিলিয়ন ইউরোর বেশি। দিন দিন তা আরও বাড়ছে। জরিমানা ও দেনা পরিশোধ করতে না পারায় কর্তৃপক্ষ তার ৫৭টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। জব্দ করা হয়েছে তার ব্রাজিলিয়ান ও স্প্যানিশ পাসপোর্টও। আপাতত ব্রাজিলের বাইরে যাওয়ার অনুমতি নেই রোনালদিনহোর। ব্রাজিলের সংবাদমাধ্যম ফোলহা দে সাও পাওলো প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, জব্দকৃত ৫৭টি সম্পত্তির মধ্যে চারটি বাজেয়াপ্ত করেছে রিও আদালত। পরিবেশগত জরিমানা ২২ লাখ ইউরো দিতে ব্যর্থ হওয়ায় এ সম্পত্তিগুলো জব্দ করা হয়। কাউন্সিল কর বকেয়া থাকায় আরও ১৮ লাখ ইউরো জরিমানা হয়েছে রোনির। এখানেই শেষ নয়, রোনালদিনহোর দেনা ও জরিমানার পরিমাণ ক্রমে বেড়েই চলছে। ব্রাজিলের ন্যাশনাল অ্যাটর্নি অফিস নতুন এক ইসু্যতে তাকে ১ লাখ ৮৪ হাজার ইউরো জরিমানা করেছে। রাজস্ব বিভাগে জরিমানার অর্থ বকেয়া রাখায় রোনালদিনহোর দুটি পাসপোর্ট জব্দ করেছে আদালত। এর অর্থ হলো ব্রাজিল ছাড়তে পারবেন না ২০১৫ সালে ফুটবলকে বিদায় জানানো এ তারকা।