বৃষ্টি এড়ানোর পরামর্শ বসুন্ধরার

বর্ষাকালের আগে আমরা ২০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে ড্র করেছিলাম। কিন্তু শেষের দিকে এসে চার ম্যাচে আমরা মাত্র ৫ পয়েন্ট পেয়েছি। সেটা বৃষ্টির কারণে। যদি বর্ষাকালের আগে লিগটা শেষ হতো, আমার মনে হয় তাহলে সেটি আরও উপভোগ্য হতে পারত।

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
প্রতিবারই রেফারিংসহ নানা অভিযোগ আর ছোটখাটো অঘটন দিয়ে লিগ শেষ হলেও এবার বেশ সুন্দরভাবেই লিগ শেষ করতে পেরেছে বাংলাদেশ প্রফেশনাল ফুটবল লিগ কমিটি। তবে শিরোপা জয়ী বসুন্ধরার কিছু না পাওয়ার আক্ষেপ আছেই। আসন্ন মৌসুমে বৃষ্টি এড়ানোর পরামর্শ দিয়েছেন ক্লাবটির সভাপতি ইমরুল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে এবারই প্রথম নাম লেখায় বসুন্ধরা কিংস। এসেই সব বাঘা বাঘা দলকে নাকানি চুবানি খাইয়ে লিগের শিরোপা ঘরে তোলার রেকর্ড গড়েছে তারা। ঢাকার বাইরের ভেনু্যতে প্রথম শিরোপা জেতার রেকর্ডটিও তাদেরই। একটা সময় ঘরোয়া ফুটবলে রাজত্ব করা ঢাকা আবাহনীর অন্যতম প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব হলেও এখন থেকে হয়তো ইতিহাসটা বদলেই যাবে। অন্তত এই মৌসুমে শিরোপা লড়াইটা এই দুই দলের মধ্যেই বেশি হয়েছে। লিগ শেষ হবার পরই ক্লাবটির সফল কোচ অস্কার ব্রোজন জানান ঢাকার বাইরের বেশ কিছু ভেনু্যতে খেলতে তাদের খুবই সমস্যা হয়েছে। এ ছাড়া বলগুলোও ছিল বেশ নিম্নমানের। ক্লাবের অন্যতম ফুটবলার ও দলীয় অধিনায়ক ড্যানিয়েল কলিন্ড্রেসেরও একই অভিযোগ ছিল। ক্লাব সভাপতি ইমরুল হাসানকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনিও সেই একই অভিযোগ করেছেন। বসুন্ধরার পয়েন্ট হারানোর জন্য মাঠের বাজে অবস্থা আর বৃষ্টিকেও দায়ী করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'দেখুন, বর্ষাকালের আগে আমরা ২০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে ড্র করেছিলাম। কিন্তু শেষের দিকে এসে চার ম্যাচে আমরা মাত্র ৫ পয়েন্ট পেয়েছি। সেটা বৃষ্টির কারণে। যদি বর্ষাকালের আগে লিগটা শেষ হতো, আমার মনে হয় তাহলে সেটি আরও উপভোগ্য হতে পারত।' মূলত বসুন্ধরা কিংস যে ধরনের ফুটবল খেলে তার জন্য কাদামাঠ যথেষ্ট উপযোগী নয় বলে ক্লাব সংশ্লিষ্ট বেশ কয়েকজন জানিয়েছেন। ক্লাবের কোচ অস্কার ব্রোজন অভিযোগ করে বলেন, 'ভালো ফুটবল উপহার দিতে হলে আপনাদের আরও ভালো মাঠের দিকে নজর দিতে হবে। কিছু মাঠের অবস্থা এতটাই খারাপ যে সেখানে বৃষ্টির দিনে স্বাভাবিক ফুটবল খেলা অসম্ভব। যেখানে আপনাদের এত ভালো ভালো ক্রিকেট মাঠ আছে। সেখানে ফুটবলে কেন হচ্ছে না!' শুধু মাঠ নয়। প্রিমিয়ার লিগে বাফুফের দেয়া বলগুলোর মান নিয়েও প্রশ্ন তুলেছে ক্লাবটি। লিগ চলাকালীনই তারা বিষয়গুলো বাফুফেকে জানালে তারা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত আর তা হয়ে ওঠেনি। তবে ক্লাবের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট ক্লাব সভাপতি। এ প্রসঙ্গে ইমরুল হাসান বলেছেন, 'যদি ক্লাবের পারফরম্যান্সের কথা বলেন, আমরা সম্পূর্ণ সন্তুষ্ট। এএফসি কাপ সামনে রেখে আরও ভালো মানের ফুটবলার নেব আমরা।' উলেস্নখ্য, এবারের প্রিমিয়ার ফুটবল লিগে অংশ নিয়েছে মোট ১৩ টি ক্লাব। এর মধ্যে বসুন্ধরা কিংস সর্বোচ্চ ৬৩ পয়েন্ট অর্জন করে। এর আগে দুই ম্যাচ হাতে রেখেই তারা শিরোপা নিশ্চিত করে। রানার্সআপ হওয়া আগের দুই আসরের চ্যাম্পিয়ন দল ঢাকা আবাহনী অর্জন করে ৫৮ পয়েন্ট। সব থেকে কম পয়েন্ট অর্জন করে পেশাদার লিগের নিচের স্তর চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যায় দুটি ক্লাব। এরা হলো নবাগত নোফেল স্পোর্টিং ক্লাব ও টিম বিজেএমসি। দুই ক্লাবের যথাক্রমে ২০ এবং ১১ পয়েন্ট।