আর্সেনালকে হারিয়ে গাম্পের ট্রফি বার্সার

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মৌসুমের শুরুতে আর্সেনালকে হারিয়ে গাম্পের ট্রফি জিতে নিয়েছে বার্সেলোনা। আর তাই শিরোপা নিয়ে উচ্ছ্বাসে মেতেছেন জেরার্ড পিকে-লুইস সুয়ারেজরা -ওয়েবসাইট
বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পেরের নামানুসারে মৌসুমের শুরুতে এ ম্যাচের আয়োজন করে থাকে বার্সেলোনা। রোববার রাতে এ লড়াইয়ে আর্সেলানকে ২-১ গোলে হারিয়ে ট্রফি উচ্ছ্বাসে মাতে লিওনেল মেসিহীন কাতালান ক্লাবটি। ৫৪ আসরে বার্সেলোনা গাম্পের ট্রফি জিতেছে ৪২টি। মৌসুম শুরু করতে এখনো দুই সপ্তাহ বাকি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। তবে তার আগে প্রস্তুতিটা তারা ঝালিয়ে নিল জুয়ান গাম্পের ট্রফি জিতে। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ইংলিশ ক্লাবটির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছেন আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। যদিও মৌসুম শুরুর আগে আরও দুই ম্যাচ খেলবে বার্সা। সেই ম্যাচগুলোতে হয়তো থাকবেন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। তবে আর্সেনালের বিপক্ষে ম্যাচে ছিলেন না তিনি, তার মতো দলের বাইরে ছিলেন ফিলিপে কুহিনহো, আর্তুরো ভিদাল। তারপরও প্রাপ্ত খেলোয়াড়দের সবাইকে সুযোগ দেয়ার দারুণ এক কৌশল নিয়ে মাঠে নেমেছিলেন কোচ ভালভার্দে। যদিও তা করেছিলেন দ্বিতীয়ার্ধে। তবে তার আগে প্রথমার্ধের ৩৬ মিনিটে আর্সেনাল এগিয়ে যায় পিয়েরে-এমরিক অবামেয়াংয়ের গোলে। এরপর গোল পেতে মরিয়া বার্সা দ্বিতীয়ার্ধে আনে ৭টি পরিবর্তন। সেই পরিবর্তনের সুফল তারা পায় শেষের দিকে। তার আগে নিজেদের কৃতিত্ব ছাড়া ৬৯ মিনিটে সমতায় ফেরে বার্সা। প্রতিপক্ষের মাইটল্যান্ড নাইলসের আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ১-১। এরপর ব্যবধানে হেরফের না হওয়ায় একপর্যায়ে ম্যাচটি শুটআউটের দিকে গড়ানোর সম্ভাবনা দেখাচ্ছিল। সেই সম্ভাবনার ইতি ঘটে উসমান দেম্বেলের বদলি নামা লুইস সুয়ারেজের কল্যাণে। ৯০ মিনিটে জয়সূচক গোলটি করেন এই গ্রীষ্মে প্রথম খেলতে নামা উরুগুয়ের ফরোয়ার্ড সুয়ারেজ। তিনি গোলটি করেন রবের্তোর উড়ে আসা দারুণ এক পাস থেকে। আর তাতেই ফের প্রস্তুতিমূলক ম্যাচ গাম্পের শিরোপা উচ্ছ্বাসে মাতে কাতালানরা। এর আগে গত মৌসুমে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সকে হারিয়েও শিরোপা জিতেছিল বার্সেলোনা।