সরফরাজকে ছেঁটে ফেলার সুপারিশ আর্থারের

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের কোচ মিকি আর্থারের সঙ্গে দলনায়ক সরফরাজ আহমেদ -ফাইল ফটো
পাকিস্তান দলে সরফরাজ আহমেদের অধিনায়কত্ব নিয়ে কথা হয়েছে বিস্তর। কেউ কেউ তাকে পদ থেকে সরিয়ে দেয়ার পক্ষে, অনেকে আবার পাশে দাঁড়িয়ে দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা বলেছেন। তবে বাইরের লোক যাই বলুন না কেনো, খোদ কোচই সরফরাজকে অধিনায়কত্ব থেকে বরখাস্ত করার পরামর্শ দিয়েছেন। সদ্য সমাপ্ত বিশ্বকাপসহ গত তিন বছরের পারফরম্যান্স মূল্যায়নের জন্য বিশেষ বৈঠকে বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৈঠকে অবশ্য নিজের 'উলেস্নখযোগ্য ফলাফল' দেয়ার প্রতিশ্রম্নতি দিয়ে চুক্তির মেয়াদ দুবছর বাড়ানোর আর্জি জানিয়েছেন কোচ আর্থার। সরফরাজ বরখাস্ত হলে তার জায়গা কে নেবেন? বোর্ডের ঘনিষ্ঠ সূত্রে পাকিস্তানের একাধিক পত্রিকা জানাচ্ছে, অধিনায়ক হিসেবে ওয়ানডেতে স্পিনার সাদাব খানের নাম প্রস্তাব করেছেন আর্থার, আর টেস্টে মিডলঅর্ডার ব্যাটসম্যান বাবর আজম। 'রিভিউ কমিটির সদস্যদের কাছে সরফরাজের অধিনায়কত্বের দক্ষতা সম্পর্কে বেশ কিছু নেতিবাচক কথা বলেছেন আর্থার।' মিডিয়ার খবর এমনই। দেশটির মিডিয়া বলছে, নতুন টিম ম্যানেজমেন্ট নিয়োগের আগে বোর্ড চেয়ারম্যান এহসান মানির সঙ্গে আরও একদফা আলোচনা করে নিতে চান পিসিবির ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান। ২০১৬-এর মাঝামাঝি থেকে পাকিস্তানের হেড কোচের দায়িত্ব পালন করছেন আর্থার। ১৫ আগস্ট আর্থারসহ পুরো কোচিং স্টাফের মেয়াদ শেষ হয়ে যাবে। এরমধ্যে অবশ্য শ্রীলংকার হেড কোচ হওয়ার জন্য আবেদন করেছেন তিনি। সাউথ আফ্রিকান এ কোচ কথা চালাচালি করছেন বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গেও। আর্থারের অধীনে পাকিস্তানের বড় সাফল্য দুবছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। তাছাড়া টি২০র্ যাঙ্কিংয়ে একনম্বর দলও পাকিস্তান। ছোট ফরম্যাটে ভালো করলেও টেস্ট ক্রিকেটের পারফরম্যান্স মারাত্মকভাবে ডুবে গেছে দলটির। আর্থারের অনুরোধে চুক্তির মেয়াদ বাড়বে কিনা সেটা স্পষ্ট করেনি পাকিস্তান। এরমধ্যেই খবর, শ্রীলংকান সাবেক অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে কোচ করার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের প্রভাবশালী সাবেক এক ক্রিকেটার।