পাকিস্তানেই হচ্ছে পুরো পিএসএল

প্রকাশ | ০৭ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক পাকিস্তান ক্রিকেটের জন্য তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। ২০২০ আসরের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পুরোটাই হবে দেশটির মাটিতে। ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকরা দেশের মাটিতে টুর্নামেন্টের পঞ্চম সংস্করণ খেলার প্রতিশ্রম্নতি পুনর্বিবেচনা করেছেন। লাহোর, করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডির চার ভেনু্যতে হবে পিএসএলের ৩৪টি ম্যাচ। একইসঙ্গে এতদিন যে সংযুক্ত আরব আমিরাতে পিএসএল হয়েছে, সেটাকে বিকল্প ভেনু্য রাখা হয়েছে। আগামী বছরের ২০ ফেব্রম্নয়ারি করাচিতে শুরু হতে যাওয়া আসর নিয়ে সোমবার ফ্র্যঅঞ্চাইজি মালিকদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছিলেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। বৈঠকে সিদ্ধান্ত হয়, সবচেয়ে বেশি ম্যাচ পাবে লাহোর (১৩টি)। ইনজামাম-উল হকের হোম ভেনু্য মুলতানে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে সেই ২০০৮ সালে। তারা এখন টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুত। পিএসএলের মধ্যদিয়ে চেহারা পাল্টানোর অপেক্ষায় আছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামও। দেশের মাটিতে পিএসএল আয়োজনের জন্য গত এক বছর ধরেই আলোচনা করছিল পিসিবি। যার অংশ হিসেবে ২০১৭ সালের ফাইনাল আয়োজন করেছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পরের মৌসুমে করাচি ও লাহোরে চারটি ম্যাচের আয়োজন করে পিসিবি। ২০১৯ আসরে আরও বেশি ম্যাচ দেশের মাটিতে আয়োজন করে পিসিবি। লাহোর ও করাচিতে এই সময়ে আটটি ম্যাচ করার সিদ্ধান্ত নেয়। যদিও ভারতের সঙ্গে রাজনৈতিক উত্তাপের ফলে সীমান্ত শহর পাঞ্জাবের মাঠ লাহোর থেকে পরে সব ম্যাচ করাচিতে সরিয়ে নেয়া হয়। এই ঘোষণা আসার দুইদিন আগে খবর বের হয়, পিসিবির এই উদ্যোগে বাধ সেধেছেন বিদেশি ক্রিকেটাররা। পিএসএলের সব ম্যাচ পাকিস্তানে খেলবে না তারা। মূলত লম্বা সময় পাকিস্তানে অবস্থান করতে চান না বিদেশি খেলোয়াড়রা। পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর বরাত দিয়ে তখন পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, পিএসএলের পঞ্চম আসরের অর্ধেকটা সংযুক্ত আরব আমিরাতেই চায় ফ্র্যাঞ্চাইজিগুলো। তারা যেহেতু মনে করে যে, বর্তমানে পাকিস্তানে পুরো সংস্করণটি রাখা সম্ভব নয়, তাই অর্ধেকটা পাকিস্তানে করতে বলছে। পিসিবি চেয়ারম্যান এহসান মানি অবশ্য জোর দিয়ে বলেছেন, পাকিস্তানে পুরো পিএসএল আয়োজনে কোনো উদ্বেগ নেই। ২০০৯ সালে শ্রীলংকা টিম বাসে সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট হয়নি পাকিস্তানের মাটিতে। লম্বা বিরতির পর পিএসলে তৃতীয় ও চতুর্থ আসরের কয়েকটি ম্যাচ দিয়ে বিদেশি ক্রিকেটাররা সে দেশের মাটিতে খেলে যান। চতুর্থ আসরের দুই সেমিফাইনালসহ চারটি পিএসএল ম্যাচ হয় লাহোরে। পিএসএল ম্যাচ ছাড়াও শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সীমিত ওভারের সিরিজ খেলেছে পাকিস্তানের মাটিতে। ২০১৭ পিএসএল ফাইনাল হওয়ার পর আইসিসি অনুমোদিত বিশ্ব একাদশ পাকিস্তান সফর করে। তখন তিনটি টি২০ ম্যাচ খেলে তারা। বিশ্ব একাদশের হয়ে সাউথ আফ্রিকা ফ্যাফ ডু পেস্নসিস, হাশিম আমলা, বাংলাদেশের তামিম ইকবাল, শ্রীলংকার থিসারা পেরেরা ও অস্ট্রেলিয়ান বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইন পাকিস্তান সফর করেন। তখন অন্য বড় বিদেশি খেলোয়াড়দেরও পাকিস্তানের নেয়ার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু শেষ ওয়াটসনের মতো ক্রিকেটার তখন যেতে রাজি হননি।