বিশ্বের দামি একাদশে নেই মেসি-রোনালদো

প্রকাশ | ০৭ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রীড়া ডেস্ক বর্তমান বিশ্বে অন্যতম সেরা ফুটবলার তারা। কিন্তু ইউরোপীয় ফুটবলের দলবদলের বাজার অনুযায়ী লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদো সেরা নয়। যদি ট্রান্সফার ফি ধরা হয় মানদন্ড, তাহলে ফুটবল দলের সেরা এগারোতেও নেই এই দুই তারকা ফরোয়ার্ড। এখন পর্যন্ত মেসি শুধু বার্সেলোনাতে খেলেছেন। কিন্তু রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ মাতিয়ে এখন জুভেন্টাসের হয়ে খেলছেন। তবু দামি একাদশে নেই সিআর সেভেন। কারণ তার চেয়ে বেশি মূল্যে দলবদল সেরেছেন নেইমার, এমবাপে, কুতিনহোরা। যে কারণে বিশ্বের সবচেয়ে দামি একাদশের আক্রমণভাগে জায়গা হয়নি পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর। রেকর্ড ৮৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিস্টার সিটি থেকে ইংলিশ ডিফেন্ডার হ্যারি মাগুইরেকে সোমবার দলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাব ফুটবলে তার চেয়ে দামি ডিফেন্ডার আর নেই। এরপরই অবশ্য আলোচনায় আসে বিশ্বের দামি একাদশের কথা। যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে রয়েছেন ৬ জন, লা লিগা থেকে ২, ফ্রেঞ্চ লিগ থেকে ২ এবং বুন্দেসলিগা থেকে ১ জন খেলোয়াড়। বিশ্বের দামি একাদশ গোলরক্ষক : কেপা আরজিবালাগা (চেলসি, ৮০ মিলিয়ন ইউরো)। রক্ষণভাগ : কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি, ৫৬.৭ মিলিয়ন ইউরো), ভার্জিন ফন ডাইক (লিভারপুল, ৮৫ মিলিয়ন ইউরো), হ্যারি মাগুইরে (ম্যানচেস্টার ইউনাইটেড, ৮৮ মিলিয়ন ইউরো), লুকাস হার্নান্দেজ (বায়ার্ন মিউনিখ, ৮০ মিলিয়ন ইউরো)। মধ্যমাঠ: রদ্রি (ম্যানচেস্টার সিটি, ৭০ মিলিয়ন ইউরো), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড, ১০৫ মিলিয়ন ইউরো), ফ্রাঙ্কি ডি ইয়ং (বার্সেলোনা, ৭৫ মিলিয়ন ইউরো)। আক্রমণভাগ : ফিলিপে কুতিনহো (বার্সেলোনা, ১২০ মিলিয়ন ইউরো), নেইমার ( পিএসজি, ২২২ মিলিয়ন ইউরো) ও কিলিয়ান এমবাপে (পিএসজি, ১৮০ মিলিয়ন ইউরো)।