সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৭ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টিভেন স্মিথে মুগ্ধ শচিন ক্রীড়া ডেস্ক এক বছরের নিষেধাজ্ঞা শেষে এমন প্রত্যাবর্তন হবে, তা সম্ভবত নিজেও ভাবতে পারেননি স্টিভেন স্মিথ। যে কারণে এখন সব দিনই তার কাছে বড়দিনের মতো মনে হচ্ছে। এজবাস্টন টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলে তো সেটাই মনে হওয়া স্বাভাবিক। এজন্য অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে অভিন্দন জানিয়েছে শচিন টেন্ডুলকার। তিনি তার পারফরম্যান্সে মুগ্ধ, 'দারুণ খেলেছ স্মিথ। দুর্দান্তভাবে টেস্ট ক্রিকেটে ফিরে এলে।' অ্যাশেজের প্রথম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করে স্বপ্নের মতো লাগছে স্মিথের। শুধু তাই নয় ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারানোয় তার খুব গর্ব হচ্ছে, 'নিজের দক্ষতার উপরে আমার সব সময় ভরসা ছিল। কিন্তু এই ভাবে ফিরে আসাটা পুরো স্বপ্নের মতো লাগছে। দারুণ একটা মুহূর্ত। বিশেষ করে অ্যাশেজের মতো গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম টেস্টে এ রকম ব্যাটিং করতে পেরে খুবই ভাল লাগছে। কোনও ধরনের ক্রিকেটেই আমি এর আগে দু'ইনিংসে সেঞ্চুরি করিনি। মনে হচ্ছে, প্রতিটা সকালই এখন বড়দিনের সকাল। শুধু তাই নয় ইংল্যান্ডকে এভাবে হারাতে পেরে দারুণ গর্ব হচ্ছে।' গত বছরের মার্চে বল টেম্পারিংয়ে দায়ে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ। সেই দুঃসময় নিয়ে স্মিথ বলেন, 'আমার জীবনের কঠিন সময়ে অনেককেই পাশে পেয়েছি। আমার বন্ধুরা, আমার পরির্বাত সবাই আমাকে সাহায্য করেছে ওই দুঃসময় কাটিয়ে উঠতে। প্রথম ইনিংসে যখন সেঞ্চুরি করলাম, তখন গ্যালারিতে আমার স্ত্রী ছিল। ও কান্না আটকাতে পারেনি।' ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে এসে শুরুতেই দর্শক বিদ্রম্নপের মুখে পড়তে হয়েছিল স্মিথকে। কিন্তু রোববার যখন সেঞ্চুরি করে ফিরে আছেন, গ্যালারির দর্শকরা উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানান তাকে। তাতে স্বস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার এই ডানহাতি ব্যাটসম্যান, 'আউট হয়ে ফেরার সময় মনে হচ্ছিল, অনেকেই অভিনন্দন জানাচ্ছেন। ওই ভাবে প্যাভিলিয়নে ফিরতে পেরে খুবই ভালো লাগছিল।' আফ্রিদি-গম্ভীরের কথার যুদ্ধ ক্রীড়া ডেস্ক দুদিন আগেই জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। তারা যে বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা পেয়ে আসছিল, তা বাতিল করতে সংসদে বিল তুলেছে নরেন্দ্র মোদির সরকার। জম্মু-কাশ্মীর আর লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাবও দিয়েছে। এনিয়ে এখন উত্তাল উপমহাদেশ। রাজনীতির ময়দান থেকে ক্রীড়াঙ্গনেও চলছে আলোচনা। এবার এই ইসু্যতে টুইট যুদ্ধে নেমে পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ও ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে আপত্তি তুলে টুইট করলেন শহিদ আফ্রিদি। এই তারকা ক্রিকেটার লিখেছেন, 'জাতিসংঘের সনদ অনুযায়ী কাশ্মীরিদের তাদের প্রাপ্য অধিকারটুকু পাওয়া উচিত। সবার মতো ওদেরও স্বাধীনতা প্রাপ্য। এখনও জাতিসংঘ চুপ কেন? বিনা প্ররোচনায় এই আগ্রাসন আর মানবতার বিরুদ্ধে এই অপরাধ সকলে মনে রাখবে।' গম্ভীর যিনি খেলা ছেড়ে এখন দিলিস্নর সাংসদ, তিনি এই টুইট দেখেই পাল্টা জবাব দিলেন। ক্ষমতাসীন বিজেপির এই সংসদ সদস্য লিখেছেন 'বিনা প্ররোচনায় আগ্রাসন' ও 'মানবিকতার বিরুদ্ধে অপরাধ' এমন শব্দ ব্যবহারের জন্য ওর প্রশংসা করা উচিত। তবে ও হয়তো বলতে ভুলে গেছে যে এই ধরনের অধিকাংশ অপরাধই হয় পাক অধিকৃত কাশ্মীর। চিন্তার কিছু নেই। সেটিও আমরা দ্রম্নত ঠিক করে দেব।' অবশ্য আফ্রিদি ও গম্ভীরের এভাবে কথার যুদ্ধে জড়িয়ে পড়াটা নতুন নয়। এর আগেও নানা ইসু্যতে মুখ খুলতে দেখা গেছে তাদের!