লজ্জার রেকর্ডে বাংলাদেশের সঙ্গী উইন্ডিজ

প্রকাশ | ০৮ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
তিক্ত রেকর্ডটি এতদিন একাই বহন করতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। আন্তর্জাতিক টি২০তে সবচেয়ে বেশি ম্যাচে হারের লজ্জার রেকর্ডে এবার টাইগারদের সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হেরে তলানিতে নেমে এসেছে টি২০'র বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরাট কোহলিদের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে তারা এখন বাংলাদেশের পাশে। ইতিহাস জানাচ্ছে আন্তর্জাতিক টি২০তে সবচেয়ে বেশি ম্যাচ হারের অপ্রত্যাশিত রেকর্ড এখন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। হোয়াইটওয়াশ এড়াতে পারলে অবশ্য মঙ্গলবার এমন লজ্জায় ডুবত না ক্যারিবিয়ানরা। কিন্তু ব্যাট-বল দুটিতেই ব্যর্থ তারা। কোহলিদের সঙ্গে পেরে উঠেনি কাইরন পোলার্ডরা। তার পথ ধরে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। ২০ ওভারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা গোটা সিরিজেই এমন এলোমেলো ক্রিকেট খেলে গেছে। অথচ এই ফরম্যাটে ঝড় তোলার মতো ক্রিকেটারের অভাব নেই তাদের দলে। ২০০৬ সালে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু উইন্ডিজের। এরপর এই সংস্করণে তারা খেলেছে ১১৩ ম্যাচ। এরমধ্যে ৪৯ জয়ের বিপরীতে হেরেছে ৫৭টি। আর বাংলাদেশ ৮৫ ম্যাচ খেলে জিতেছে ২৬টিতে। হার উইন্ডিজের সমান ৫৭ ম্যাচ। টাইগারদের স্বস্তি এটাই-এখন আর তিক্ত রেকর্ডটা শুধু তাদের একার নয়! টাইগার ও ওয়েস্ট ইন্ডিজের খুব কাছাকাছি আছে শ্রীলংকা। ১১৪ টি২০ খেলে ৫৬ হার দেখেছে তারা। জয় ৫৫ ম্যাচে। অবশ্য আন্তর্জাতিক টি২০ ম্যাচে কম ৫০ ম্যাচ হার দেখেছে আটটি দেশ। এরমধ্যে জায়ান্ট দলের হিসেবে আছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর পাকিস্তান। জয়ে সবার চেয়ে বেশি পাকিস্তান। ১৪৩টি টি২০ ম্যাচ খেলে দলটি জিতেছে ৯০টিতে। হার ৫০ ম্যাচে। এরপরই আছে ভারত। ১১৮ ম্যাচ খেলে তারা তুলে নিয়েছে ৭৩ জয়। হার মাত্র ৪১ ম্যাচে।