গোল উদযাপনের রহস্য জানালেন রোনালদো

প্রকাশ | ০৮ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
যে কোনো সময়েই হোক না কেন, প্রতিপক্ষের জালে বল জড়িয়েই কর্নার ফ্ল্যাগের কাছে ছুটে যান। এরপর শূন্যে লাফ দিয়ে দুই হাত ছড়িয়ে দেন। বলা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিখ্যাত সেই উদযাপনের কথা। এমন দৃশ্য ফুটবলপ্রেমীদের কাছে অনেক পরিচিত। কিন্তু এমন উদযাপনের কারণ কী? এতদিন পর সেই রহস্য নিজেই উন্মোচন করেছেন সিআর সেভেন। রিয়াল মাদ্রিদে খেলার সময় প্রায় ছয় বছর আগ থেকে গোল করে ভিন্নধর্মীর এমন উদ্‌যাপন শুরু করেন রোনালদো। যা এখন চলছে জুভেন্টাসের জার্সিকে। অনেক দিন ধরে রোনালদোর এ উদ্‌যাপন রহস্য নিয়ে আলোচনা চলছিল। এবার সেই গোল উৎসব নিয়ে মুখ খুললেন সিআর সেভেন। জানালেন, সহজাতভাবে নিজে থেকেই এ উদ্‌যাপন করে থাকেন তিনি। গোল উদ্‌যাপন নিয়ে রোনালদো বলেন, '২০১৩ সালে রিয়াল মাদ্রিদে খেলার সময় আমরা যুক্তরাষ্ট্র সফরে যাই। সেখানে একটা ম্যাচ ছিল চেলসির সঙ্গে। আমি নিজেও জানি না, কীভাবে ওভাবে গোলের পরে হাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়লাম। পুরো ব্যাপারটাই নিজে থেকে ঘটেছিল। এটার জন্য কোনো মহড়ার দরকার হয়নি। হঠাৎই করে ফেলেছিলাম। ওই ম্যাচে গোল করার পরে স্বাভাবিকভাবেই সেটা ঘটেছিল।'