কোচের সাক্ষাৎকার দিতে এসেছেন ডমিঙ্গো

প্রকাশ | ০৮ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সাউথ আফ্রিকা দলের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো ঢাকায় এসেছেন সাক্ষাৎকার দিতে। বিসিবি অবশ্য তাকে কোন পদের জন্য ডেকেছে তা স্পষ্ট নয়। একটি সূত্র বলছে, হেড কোচ নয়, বিসিবির অন্য কোনো কার্যক্রমের জন্য ডাকা হয়েছে ৪৪ বছর বয়সী এ প্রোটিয়া কোচকে। কোচ বাছাইয়ের জন্য ডমিঙ্গোর সাক্ষাৎকার নেয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যেখানে চাকরি করেন সেই বেক্সিমকো কার্যালয়ে। সেখানে আছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান ও কয়েকজন বোর্ড পরিচালক। বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন সাউথ আফ্রিকার সাবেক পেসার চার্লস ল্যাঙ্গাভেল্ট। আর স্পিন কোচের দায়িত্ব দেয়া হয়েছে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকে। জাতীয় দলের হেড কোচের পদটি এখনো খালি আছে। রাসেল ডমিঙ্গো ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি২০ দলের কোচের দায়িত্ব পালন করেছেন।