জয়ে প্রস্তুতি সারল বার্সা-রিয়াল

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গোলের পর ইভান রাকিতিচের উচ্ছ্বাস
নতুন মৌসুমের আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে রাখল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে তেমনই ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব ফুটবলের সেরা দুই দল। ইতালিয়ান ক্লাব নাপোলিকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। আর রিয়ালের হয়ে প্রথম গোলের দেখা পেলেন ইডেন হ্যাজার্ড। বেলজিয়ামের এই ফরোয়ার্ডের একমাত্র গোলে অস্ট্রিয়ার ক্লাব রেড বুল জাল্টসবুয়াককে হারিয়েছে জিনেদিন জিদানের দল। চোটের কারণে প্রাক মৌসুমের ম্যাচে বার্সেলোনা একাদশে ছিলেন না লিওনেল মেসি। তারপরও তার অভাব বুঝতে দেয়নি বুসকেট-রাকিতিচররা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচের ৩৮ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন বুসকেট। কিন্তু এ অর্ধেই উমতিতির আত্মঘাতী গোলে কিছুটা চিন্তায় পড়েছিল দলটি। তবে এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি বস্নাউগ্রানাদের। ৪ মিনিট পরই তা উবে যায়। উমতিতির আত্মঘাতী গোলে সমতায় ফেরে নাপোলি। ফলে প্রথমার্ধ সমতায় শেষ হয়। বিরতির পর দুর্দান্ত ফুটবল খেলে বার্সেলোনা। তারপরও গোলের দেখা পাচ্ছিল না দলটি। শেষ পর্যন্ত অবশ্য ৭৯ মিনিটে ইভান রাকিতিচের দুর্দান্ত গোলে আবারও লিড নেন তারা। বাকি সময়ে প্রাণপণ চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি নাপোলি। যে কারণে জয় নিয়েই মাঠ ছাড়ে লা লিগা চ্যাম্পিয়নরা। নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতি পর্বে বার্সেলোনার এটি টানা তৃতীয় জয়। গত ২৩ জুলাই প্রাক-মৌসুম পর্বের প্রথম ম্যাচে চেলসির কাছে হেরেছিল কাতালান ক্লাবটি। অপরদিকে নতুন মৌসমের চূড়ান্ত লড়াইয়ের আগেই রিয়াল মাদ্রিদের জার্সিতে জ্বলে উঠলেন ইডেন হ্যাজার্ড। করলেন সান্তিয়াগো বার্নাবু্যর ক্লাবটির হয়ে প্রথম গোল। শেষ পর্যন্ত তার নৈপুণ্যেই প্রীতিম্যাচে অস্ট্রিয়ার ক্লাব রেড বুল জাল্টসবুয়াককে (১-০) গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই দুর্দান্ত খেলে রিয়াল। আর সে সুবাদে দলটির এগিয়ে যায় ম্যাচের ১৯তম মিনিটে। নিজেদের সীমানা থেকে করিম বেনজেমার থ্রম্ন বল ধরে ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন হ্যাজার্ড। স্বাগতিকদের সমতায় ফেরানোর সুযোগ এসেছিল দ্বিতীয়ার্ধে। কিন্তু তাকুমি মিনামিনো গোলরক্ষককে একা পেয়েও বল পোস্টে জড়াতে পারেননি। আর ম্যাচের ৬২ মিনিটে হ্যাজার্ডের বদলি হিসেবে নামেন লুকা জোচিভ। শেষ দিকে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেন তিনি। তবে জয় নিয়েই মাঠে ছাড়ে জিনেদিন জিদান শিষ্যরা। আর এই নিয়ে চলতি প্রাক-মৌসুমে টানা দ্বিতীয় জয় পেল রিয়াল। গত সপ্তাহে অডি কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফেনেরবাচকে ৫-৩ গোলে হারিয়েছিল জিদানের শিষ্যরা। এর আগের চারটি প্রীতিম্যাচের তিনটিতে হেরেছিল রিয়াল।