দুই মাস নিষিদ্ধ জেসুস

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গত মাসে হওয়া কোপা আমেরিকার ফাইনালে বহিষ্কার হওয়ার পর অখেলোয়াড়সুলভ আচরণের জন্য আন্তর্জাতিক ফুটবলে দুই মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলের গাব্রিয়েল জেসুস -ওয়েবসাইট
ঘরের মাঠে পেরুকে হারিয়ে গত মাসে ব্রাজিল কোপা আমেরিকা শিরোপা জিতলেও সেই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন জেসুস। রেফারির ওই সিদ্ধান্ত অবশ্য মেনে নিতে পারেননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। বাজে ইশারায় প্রতিবাদ করেন। শুধু তাই নয়, ড্রেসিং রুমে ফেরার পথে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির (ভিএআর) মনিটরিং বাক্সে ধাক্কা মারেন। যে কারণে আন্তর্জাতিক ফুটবলে জেসুসকে দুই মাস নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। ব্যাপারটি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)। নিষিদ্ধ হলেও এ ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করে আপিলের সুযোগ পাচ্ছেন জেসুস। সিদ্ধান্ত বহাল থাকলে আগামী সেপ্টেম্বরে কলম্বিয়া ও পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ মিস করবেন ব্রাজিলিয়ান এই তারকা।