নো-বলের সিদ্ধান্ত জানাবেন থার্ড আম্পায়ার!

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আম্পায়ারের ভুল সিদ্ধান্তের হার দিন দিন বেড়েই চলেছে! ২০১৯ বিশ্বকাপের কথাই ধরা যাক, গুরুত্বপূর্ণ সময়ে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হয়েছেন খেলোয়াড় কিংবা দলগুলো। ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালই তো বড় উদাহরণ। ওভার থ্রো থেকে ৬ রান দেয়া নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। 'ভুল' কমাতে এবার পায়ের নো বলের সিদ্ধান্তের ভার থার্ড আম্পায়ারের ওপর ছেড়ে দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বোলারের পা নির্দিষ্ট দূরত্ব পেরিয়ে গেলে ফিল্ড আম্পায়ার ডাকেন নো-বল। তবে সামনের দিনে ফিল্ড আম্পায়ার নন, ওভার স্টেপের 'নো' ডাকবেন থার্ড (টিভি) আম্পায়ার। আইসিসিতে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে 'ক্রিকইনফো'কে জানিয়েছেন সংস্থাটির ক্রিকেট অপারেশনের জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস। সামনে কয়েকটি সিরিজে পরীক্ষামূলকভাবে চালানো হবে এটি। সেখানকার সাফল্যের হারের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।