পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাদ হাফিজ-মালিক

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
খেলোয়াড়দের সঙ্গে নতুন করে চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন দুই অভিজ্ঞ খেলোয়াড় মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক। তবে দুজনকেই দলে থাকার সুযোগ রেখেছে বোর্ড। এ দুজনের বাইরে চুক্তির ক্যাটাগরিতে অবনতি হয়েছে টেস্ট থেকে সদ্য অবসরে যাওয়া পেসার মোহাম্মদ আমিরের। বৃহস্পতিবার পিসিবি ২০১৯-২০ মৌসুমে ছয় ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ, তিন ওয়ানডে ও নয়টি টি২০ ম্যাচের জন্য খেলোয়াড়দের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেছে। নতুন চুক্তিতে খেলোয়াড় সংখ্যা ৩৩ থেকে কমিয়ে ১৯ জনে নামিয়ে আনা হয়েছে। সংখ্যা কমলেও খেলোয়াড়দের আর্থিক পরিমাণ ২৫-৪০% পর্যন্ত বাড়ছে। বিবৃতিতে পিসিবি জানিয়েছে, মালিক-হাফিজ চুক্তিতে না থাকলেও তাদের দলের জন্য নির্বাচন করা যাবে।