বাংলাদেশের গ্রম্নপে ভারত-শ্রীলংকা

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর থেকে। টুর্নামেন্টের ফিকশ্চার ও ড্র অনুষ্ঠান হয়েছে বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে। ড্র অনুযায়ী 'বি'গ্রম্নপে বাংলাদেশের সঙ্গী হয়েছে ভারত ও শ্রীলংকা। গ্রম্নপ 'এ'তে আছে নেপাল, ভুটান, মালদ্বীপ ও পাকিস্তান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এর সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সাফ অনূর্ধ্ব ১৮ টুর্নামেন্টটি চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। ভেনু্য নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়াম। 'এ' গ্রম্নপে চার দল হওয়ায় সেমিতে খেলতে হলে প্রতিটি দলকে খেলতে হবে তিনটি করে ম্যাচ। সে হিসেবে বাংলাদেশের গ্রম্নপে তিন দল হওয়াতে এক ম্যাচ কম খেলেই সেমিতে খেলার সুযোগ থাকছে লাল-সবুজদের। দল কম হওয়াতে শেষ চারে উঠার লড়াইটাও বেশ সহজ হচ্ছে এই গ্রম্নপের জন্য। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটি খেলবে ২১ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে। এরপর ২৫ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ ভারত। একদিন বিরতি দিয়ে ২৭ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের সেমিফাইনাল। একইদিনে গ্রম্নপে এ চ্যাম্পিয়ন খেলবে গ্রম্নপ বি রানার্স আপের বিপক্ষে। আর গ্রম্নপ 'বি' চ্যাম্পিয়নরা খেলবে গ্রম্নপ 'এ' রানার্স আপের বিপক্ষে। ২৯ সেপ্টেম্বর ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে একই ভেনু্যতে। সেমিতে বাদ পড়া দুই দল লড়াই করবে তৃতীয় স্থানের জন্য।